ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আমিও পলিটিকসের শিকার : পূর্ণিমা

আমিও পলিটিকসের শিকার : পূর্ণিমা

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমার সঙ্গে যুক্ত হলেও দুটির কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে।

এর ফাঁকে উঁকি মেরেছেন ওটিটির আঙ্গিনায়। তবে অভিনয়ে কম উপস্থিতি থাকলেও মাঝে-মধ্যেই উপস্থাপনায় দেখা যায়। তারই ধারাবাহিকতায় এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। সম্প্রতি রাজধানীতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। সেখানে জানালেন, পলিটিকসের শিকার হয়ে চলচ্চিত্র থেকে বাদ পড়েছেন তিনি।

পূর্ণিমা বলেন, এখন তো চলচ্চিত্র অনেক কমে এসেছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেকেই পলিটিকসের কারণে সিনেমার কাজ পাচ্ছেন না। আমিও সেই একই পলিটিকসের শিকার! অনেক সিনেমা থেকেই কোনো কারণ ছাড়াই বাদ পড়েছি। পলিটিকস ছিল বলেই এসব হয়েছে। এখন এফডিসিও ছোট হয়ে আসছে।

দর্শক চাহিদা থাকলেও বড় পর্দায় এখন কেন নিয়মিত নন পূর্ণিমা? এমন প্রশ্নে নায়িকার জবাব, বর্তমানে বড় পর্দায় যে সিনেমাগুলো হচ্ছে, সে অনুযায়ী আমি যেমন চরিত্রে অভিনয় করতে চাচ্ছি সেরকম অফার আসছে না। সেজন্যই কাজের পরিমাণ কমে গেছে।

ওটিটি প্ল্যাটফর্মে কাজের প্রসঙ্গ টেনে পূর্ণিমা বলেন, কিছু গল্পে আছে, যেখানে হয়ত কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারব না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।

জনপ্রিয় সংবাদ

একইস্থানে বিএনপির দু‘পক্ষের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

আমিও পলিটিকসের শিকার : পূর্ণিমা

আপডেট সময় ০৯:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমার সঙ্গে যুক্ত হলেও দুটির কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে।

এর ফাঁকে উঁকি মেরেছেন ওটিটির আঙ্গিনায়। তবে অভিনয়ে কম উপস্থিতি থাকলেও মাঝে-মধ্যেই উপস্থাপনায় দেখা যায়। তারই ধারাবাহিকতায় এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। সম্প্রতি রাজধানীতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। সেখানে জানালেন, পলিটিকসের শিকার হয়ে চলচ্চিত্র থেকে বাদ পড়েছেন তিনি।

পূর্ণিমা বলেন, এখন তো চলচ্চিত্র অনেক কমে এসেছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেকেই পলিটিকসের কারণে সিনেমার কাজ পাচ্ছেন না। আমিও সেই একই পলিটিকসের শিকার! অনেক সিনেমা থেকেই কোনো কারণ ছাড়াই বাদ পড়েছি। পলিটিকস ছিল বলেই এসব হয়েছে। এখন এফডিসিও ছোট হয়ে আসছে।

দর্শক চাহিদা থাকলেও বড় পর্দায় এখন কেন নিয়মিত নন পূর্ণিমা? এমন প্রশ্নে নায়িকার জবাব, বর্তমানে বড় পর্দায় যে সিনেমাগুলো হচ্ছে, সে অনুযায়ী আমি যেমন চরিত্রে অভিনয় করতে চাচ্ছি সেরকম অফার আসছে না। সেজন্যই কাজের পরিমাণ কমে গেছে।

ওটিটি প্ল্যাটফর্মে কাজের প্রসঙ্গ টেনে পূর্ণিমা বলেন, কিছু গল্পে আছে, যেখানে হয়ত কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারব না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।