ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানিকগঞ্জ -২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রকাশ Logo জনপ্রতিনিধিরা শাসক নয় হবে খাদেম: সেলিম উদ্দিন Logo ‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নেওয়া হবে’ Logo নির্বাচনে সিসি ক্যামেরার আওতায় থাকবে সব ভোটকেন্দ্র Logo সরকারি খরচে বিদেশ সফর বন্ধ, কেনা যাবে না গাড়ি Logo ইসলামপন্থীরা বিজয়ী হলে এক পয়সাও দুর্নীতি হবে না: শায়খে চরমোনাই Logo গাইবান্ধায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ Logo আইনশৃঙ্খলা বাহিনীর লা’ঠিচা’র্জে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ২০ শিক্ষার্থী আ’হ’ত Logo বন্যা পরিস্থিতি খাগড়াছড়ি: পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত Logo কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আমিও পলিটিকসের শিকার : পূর্ণিমা

আমিও পলিটিকসের শিকার : পূর্ণিমা

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমার সঙ্গে যুক্ত হলেও দুটির কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে।

এর ফাঁকে উঁকি মেরেছেন ওটিটির আঙ্গিনায়। তবে অভিনয়ে কম উপস্থিতি থাকলেও মাঝে-মধ্যেই উপস্থাপনায় দেখা যায়। তারই ধারাবাহিকতায় এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। সম্প্রতি রাজধানীতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। সেখানে জানালেন, পলিটিকসের শিকার হয়ে চলচ্চিত্র থেকে বাদ পড়েছেন তিনি।

পূর্ণিমা বলেন, এখন তো চলচ্চিত্র অনেক কমে এসেছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেকেই পলিটিকসের কারণে সিনেমার কাজ পাচ্ছেন না। আমিও সেই একই পলিটিকসের শিকার! অনেক সিনেমা থেকেই কোনো কারণ ছাড়াই বাদ পড়েছি। পলিটিকস ছিল বলেই এসব হয়েছে। এখন এফডিসিও ছোট হয়ে আসছে।

দর্শক চাহিদা থাকলেও বড় পর্দায় এখন কেন নিয়মিত নন পূর্ণিমা? এমন প্রশ্নে নায়িকার জবাব, বর্তমানে বড় পর্দায় যে সিনেমাগুলো হচ্ছে, সে অনুযায়ী আমি যেমন চরিত্রে অভিনয় করতে চাচ্ছি সেরকম অফার আসছে না। সেজন্যই কাজের পরিমাণ কমে গেছে।

ওটিটি প্ল্যাটফর্মে কাজের প্রসঙ্গ টেনে পূর্ণিমা বলেন, কিছু গল্পে আছে, যেখানে হয়ত কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারব না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জ -২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রকাশ

আমিও পলিটিকসের শিকার : পূর্ণিমা

আপডেট সময় ০৯:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমার সঙ্গে যুক্ত হলেও দুটির কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে।

এর ফাঁকে উঁকি মেরেছেন ওটিটির আঙ্গিনায়। তবে অভিনয়ে কম উপস্থিতি থাকলেও মাঝে-মধ্যেই উপস্থাপনায় দেখা যায়। তারই ধারাবাহিকতায় এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। সম্প্রতি রাজধানীতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। সেখানে জানালেন, পলিটিকসের শিকার হয়ে চলচ্চিত্র থেকে বাদ পড়েছেন তিনি।

পূর্ণিমা বলেন, এখন তো চলচ্চিত্র অনেক কমে এসেছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেকেই পলিটিকসের কারণে সিনেমার কাজ পাচ্ছেন না। আমিও সেই একই পলিটিকসের শিকার! অনেক সিনেমা থেকেই কোনো কারণ ছাড়াই বাদ পড়েছি। পলিটিকস ছিল বলেই এসব হয়েছে। এখন এফডিসিও ছোট হয়ে আসছে।

দর্শক চাহিদা থাকলেও বড় পর্দায় এখন কেন নিয়মিত নন পূর্ণিমা? এমন প্রশ্নে নায়িকার জবাব, বর্তমানে বড় পর্দায় যে সিনেমাগুলো হচ্ছে, সে অনুযায়ী আমি যেমন চরিত্রে অভিনয় করতে চাচ্ছি সেরকম অফার আসছে না। সেজন্যই কাজের পরিমাণ কমে গেছে।

ওটিটি প্ল্যাটফর্মে কাজের প্রসঙ্গ টেনে পূর্ণিমা বলেন, কিছু গল্পে আছে, যেখানে হয়ত কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারব না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।