ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে দোস্ত এইডের খাদ্য সহায়তা বিতরণ Logo হাতিয়ায় দুই শতাধিক শিক্ষার্থী কে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা দিল ছাত্রশিবির Logo পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে অনশন, অসুস্থ দুই শিক্ষার্থী Logo বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ ভারী বর্ষণের আভাস Logo যারা আগে আ‘মী লীগে ছিলেন, তাদের বিএনপিতে আসা নিয়ে কেউ যেন হাসি-ঠাট্টা না করে Logo বিএনপি ভাঙার মিশন:জিএম কাদেরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে এনায়েত Logo চুয়াডাঙ্গায় পূর্ব শক্রতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা Logo যারা হাসিনার সঙ্গে আঁতাত করে চলছিলো তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : সরওয়ার Logo কুমিল্লায় চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন Logo যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ জন

নিঃসন্দেহে গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল : ম্যাথিউ মিলার

নিঃসন্দেহে গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল : ম্যাথিউ মিলার

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দায়িত্ব পালন করা ম্যাথিউ মিলার বলেছেন, গাজায় ইসরায়েল ‘নিঃসন্দেহে’ যুদ্ধাপরাধ করেছে। বাইডেন প্রশাসন ইসরায়েল বিষয়ে যে দৃষ্টিভঙ্গি লালন করত মিলারের এই বক্তব্য তা থেকে অনেক দূরে। এটি বাইডেন প্রশাসনের সরকারি অবস্থান থেকে উল্লেখযোগ্য পরিবর্তন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা ম্যাথিউ মিলার গতকাল সোমবার প্রচারিত স্কাই নিউজের ‘ট্রাম্প ১০০’ পডকাস্টে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

ইসরায়েল ২০২৩ সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এবং অঞ্চলটিতে ত্রাণ ও অন্যান্য সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি করেছে। এই অবস্থায় গাজায় ইসরায়েল গণহত্যা চলাচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, তিনি এটিকে গণহত্যা মনে করেন না, তবে যুদ্ধাপরাধ সম্পর্কে তিনি নিশ্চিত।

মিলার বলেন, ‘আমি মনে করি না যে, এটি একটি গণহত্যা, তবে এটি নিঃসন্দেহে সত্য যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।’ সাবেক এই মুখপাত্র তাঁর সাবেক ভূমিকার সীমাবদ্ধতার কথা স্বীকার করে ব্যাখ্যা করেন, তিনি ওই মঞ্চ থেকে ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারতেন না।

মিলার বলেন, ‘যখন আপনি মঞ্চে থাকেন, তখন আপনি আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন না। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সিদ্ধান্ত প্রকাশ করেন।’ তিনি আরও বলেন, মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়টি নিশ্চিত করেনি।

তবে মিলার পদ্ধতিগত রাষ্ট্রীয় নীতি এবং স্বতন্ত্র সামরিক পদক্ষেপের মধ্যে পার্থক্য করেছেন। তিনি পরামর্শ দেন যে, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃত সরকারি নীতির অংশ হিসেবে নয়, বরং সুনির্দিষ্ট ঘটনায় যুদ্ধাপরাধ করেছে। তিনি বলেন, ‘এমন কিছু স্বতন্ত্র ঘটনা ঘটেছে যা যুদ্ধাপরাধ, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা যুদ্ধাপরাধ করেছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে দোস্ত এইডের খাদ্য সহায়তা বিতরণ

নিঃসন্দেহে গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল : ম্যাথিউ মিলার

আপডেট সময় ১২:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দায়িত্ব পালন করা ম্যাথিউ মিলার বলেছেন, গাজায় ইসরায়েল ‘নিঃসন্দেহে’ যুদ্ধাপরাধ করেছে। বাইডেন প্রশাসন ইসরায়েল বিষয়ে যে দৃষ্টিভঙ্গি লালন করত মিলারের এই বক্তব্য তা থেকে অনেক দূরে। এটি বাইডেন প্রশাসনের সরকারি অবস্থান থেকে উল্লেখযোগ্য পরিবর্তন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা ম্যাথিউ মিলার গতকাল সোমবার প্রচারিত স্কাই নিউজের ‘ট্রাম্প ১০০’ পডকাস্টে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

ইসরায়েল ২০২৩ সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এবং অঞ্চলটিতে ত্রাণ ও অন্যান্য সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি করেছে। এই অবস্থায় গাজায় ইসরায়েল গণহত্যা চলাচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, তিনি এটিকে গণহত্যা মনে করেন না, তবে যুদ্ধাপরাধ সম্পর্কে তিনি নিশ্চিত।

মিলার বলেন, ‘আমি মনে করি না যে, এটি একটি গণহত্যা, তবে এটি নিঃসন্দেহে সত্য যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।’ সাবেক এই মুখপাত্র তাঁর সাবেক ভূমিকার সীমাবদ্ধতার কথা স্বীকার করে ব্যাখ্যা করেন, তিনি ওই মঞ্চ থেকে ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারতেন না।

মিলার বলেন, ‘যখন আপনি মঞ্চে থাকেন, তখন আপনি আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন না। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সিদ্ধান্ত প্রকাশ করেন।’ তিনি আরও বলেন, মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়টি নিশ্চিত করেনি।

তবে মিলার পদ্ধতিগত রাষ্ট্রীয় নীতি এবং স্বতন্ত্র সামরিক পদক্ষেপের মধ্যে পার্থক্য করেছেন। তিনি পরামর্শ দেন যে, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃত সরকারি নীতির অংশ হিসেবে নয়, বরং সুনির্দিষ্ট ঘটনায় যুদ্ধাপরাধ করেছে। তিনি বলেন, ‘এমন কিছু স্বতন্ত্র ঘটনা ঘটেছে যা যুদ্ধাপরাধ, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা যুদ্ধাপরাধ করেছে।’