ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাটোরে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা Logo সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন Logo আগামীর কর্মপরিকল্পনা নিয়ে জুলাই মঞ্চ লক্ষ্মীপুরের আলোচনা সভা Logo আগামীর সংবিধানে ইসলামী শ্রমনীতি অন্তর্ভুক্তির বিকল্প নেই Logo চাঁদা না পেয়ে গাজীপুরের পোশাক শ্রমিককে পেটাল ছাত্রদল নেতা Logo সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি Logo আসন্ন নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্ত রূপ দেবে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সাংবাদিক তুহিন হত্যায় ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক ও নিন্দা Logo গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা, এখন পর্যন্ত গ্রেপ্তার ৭ Logo ‘বিএনপি ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু করবে’-আলী নেওয়াজ

উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করেনি: আমিনুল

উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করেনি: আমিনুল

অন্তবর্তী সরকারের উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

পাশাপাশি আমিনুল অভিযোগ করেন, উপদেষ্টাদের উপেক্ষা করে তাদের পিএসরা একাই দুর্নীত করতে পারে না। উপদেষ্টার আজ্ঞাবহ ব্যক্তিরাই পিএস হয়ে থাকে।’

আজ সোমবার দুপুরে পল্লবী মিরপুর ও বনানীর বেশ কয়েকটি স্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘পতিত স্বৈরাচার সরকার যেভাবে দুর্নীতি এবং লুটপাট করে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে পালিয়ে গেছে, অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ তাদের পিএস বা তাদের আত্মীয়স্বজনরা যারা ক্ষমতার মোহে পরে বাংলাদেশের মানুষের টাকা দুর্নীতির মাধ্যমে হরণ করছে তাদেরও বিচার হবে বাংলার মাটিতে। কারণ বাংলাদেশের মানুষ কোনো দুর্নীতিবাজকে কখনোই ক্ষমা করবে না। কোনো অন্যায়কারীকে ক্ষমা করবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আগামী ডিসেম্বরের ভিতরেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন।

কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৫ বছর ধরে অপেক্ষা করছে, তারা ভোট দিতে চায়। তারা তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়।’
সংস্কারের কথা বলে আর কালক্ষেপণ করবেন না, উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘মানুষ তার নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকারই দেশকে পরিপূর্ণ সংস্কার করতে পারবে।’

দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যা করেছে আমরা তা করবো না।

আওয়ামী লীগ দুর্নীতি করেছে বলেই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমরা জনগণের কাছে যাবো, তাদেরকে সাথে নিয়েই কাজ করবো। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।’

বনানীর কড়াইল বস্তিতে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি নেতা কামাল জামান মোল্লা।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য শামীম পারভেজ, রেজাউর রহমান ফাহিম, ফারুক হুসাইন ভূইয়া, আবুল হোসেন আব্দুল, সাজ্জাদ হোসেন, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নাটোরে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করেনি: আমিনুল

আপডেট সময় ১১:১৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

অন্তবর্তী সরকারের উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

পাশাপাশি আমিনুল অভিযোগ করেন, উপদেষ্টাদের উপেক্ষা করে তাদের পিএসরা একাই দুর্নীত করতে পারে না। উপদেষ্টার আজ্ঞাবহ ব্যক্তিরাই পিএস হয়ে থাকে।’

আজ সোমবার দুপুরে পল্লবী মিরপুর ও বনানীর বেশ কয়েকটি স্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘পতিত স্বৈরাচার সরকার যেভাবে দুর্নীতি এবং লুটপাট করে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে পালিয়ে গেছে, অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ তাদের পিএস বা তাদের আত্মীয়স্বজনরা যারা ক্ষমতার মোহে পরে বাংলাদেশের মানুষের টাকা দুর্নীতির মাধ্যমে হরণ করছে তাদেরও বিচার হবে বাংলার মাটিতে। কারণ বাংলাদেশের মানুষ কোনো দুর্নীতিবাজকে কখনোই ক্ষমা করবে না। কোনো অন্যায়কারীকে ক্ষমা করবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আগামী ডিসেম্বরের ভিতরেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন।

কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৫ বছর ধরে অপেক্ষা করছে, তারা ভোট দিতে চায়। তারা তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়।’
সংস্কারের কথা বলে আর কালক্ষেপণ করবেন না, উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘মানুষ তার নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকারই দেশকে পরিপূর্ণ সংস্কার করতে পারবে।’

দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যা করেছে আমরা তা করবো না।

আওয়ামী লীগ দুর্নীতি করেছে বলেই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমরা জনগণের কাছে যাবো, তাদেরকে সাথে নিয়েই কাজ করবো। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।’

বনানীর কড়াইল বস্তিতে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি নেতা কামাল জামান মোল্লা।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য শামীম পারভেজ, রেজাউর রহমান ফাহিম, ফারুক হুসাইন ভূইয়া, আবুল হোসেন আব্দুল, সাজ্জাদ হোসেন, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল।