আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঝালোরচর বাজারের গরু-ছাগলের হাট। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া এই হাটে ইতোমধ্যেই কোরবানির পশু কেনাবেচা শুরু হয়ে গেছে।
হাট ঘুরে দেখা গেছে, ভোর থেকে শুরু করে দিনভর হাটে ভিড় করছেন ক্রেতা-বিক্রেতারা। কেউ গরু দেখছেন, কেউ দরদাম করছেন, আবার কেউ ইতোমধ্যেই পছন্দের গরু কিনে ট্রাকে তুলে নিচ্ছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসেছেন কোরবানির পশু কেনার উদ্দেশ্যে।
ঝালোরচর এলাকার কৃষক ও খামারিরা জানান, বছরজুড়ে অনেক কষ্ট করে তারা পশু লালন-পালন করেছেন কেবল ঈদের বাজারকে ঘিরে। স্থানীয় বাসিন্দা হারুন মিয়া বলেন, “এবার দুইটা গরু নিয়ে এসেছি। নিজের খামারে বড় করেছি। দাম একটু ভালোই পাচ্ছি।”
দেওয়ানগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকা ছাড়াও বকশীগঞ্জ, ইসলামপুর এবং পার্শ্ববর্তী উপজেলা থেকেও অনেকে গরু-ছাগল নিয়ে এই হাটে এসেছেন। ক্রেতাদের মধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকেও আগত দেখা গেছে।
ক্রেতা নুরুল ইসলাম বলেন, “ঝালোরচরের হাটে তুলনামূলকভাবে দাম একটু কম। তাই দূর থেকে এসেও এখানে গরু কিনি। দরদাম করে একটা মাঝারি সাইজের গরু নিয়েছি।”
তবে অনেকেই অভিযোগ করছেন, হাটে এখনো সরকারি নজরদারির ঘাটতি রয়েছে। পশু চিকিৎসকের অনুপস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনার অভাব এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানান তারা।
হাট ইজারাদার পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানির ঈদকে সামনে রেখে নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদার করা হবে। আগামী হাটগুলোতে আরও বেশি সংখ্যক গরু-ছাগল আসবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।
হাটে গরু-ছাগলের উপস্থিতি ও কেনাবেচা দেখে বোঝা যাচ্ছে, ঈদুল আজহার প্রস্তুতি ইতোমধ্যেই পুরোদমে শুরু হয়ে গেছে।