ঢাকা ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই Logo অবশেষে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন Logo আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠকে ইসি Logo নাহিদের কাছ থেকে বিভ্রান্তিকর বক্তব্য জাতি আশা করে না: জামায়াত Logo জামায়াতের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই: রুমিন ফারহানা Logo জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, প্রেমিক জেনে যাওয়ায় খুন Logo ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ Logo শান্তিচুক্তিকে উপেক্ষা করে ফের গাজায় ইসরায়েলের বিমান হামলা Logo ফরিদগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উদযাপনকে ঘিরে উত্তেজনা, থানায় অভিযোগ Logo গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ভাঙচুর

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দুই কুখ্যাত অপরাধীকে। সোমবার (২ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে আটক করা হয় মো. রাসেল (২৭) ও মো. ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন (৩৫) নামের দুইজনকে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেওপাড়া নূর মিয়া বেপারী বাড়ির আবদুল খালেকের ছেলে মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে স্থানীয় মোল্লা বাড়ি জামে মসজিদের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পাইপগান এবং একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, একই দিন দত্তপাড়া এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে গ্রেপ্তার করা হয় কংশনারায়নপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমনকে। তার কাছ থেকে ৯ এমএম পিস্তলের দুই রাউন্ড গুলি ও ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ওসি ফয়জুল আজীম আরও জানান, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দুই কুখ্যাত অপরাধীকে। সোমবার (২ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে আটক করা হয় মো. রাসেল (২৭) ও মো. ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন (৩৫) নামের দুইজনকে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেওপাড়া নূর মিয়া বেপারী বাড়ির আবদুল খালেকের ছেলে মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে স্থানীয় মোল্লা বাড়ি জামে মসজিদের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পাইপগান এবং একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, একই দিন দত্তপাড়া এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে গ্রেপ্তার করা হয় কংশনারায়নপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমনকে। তার কাছ থেকে ৯ এমএম পিস্তলের দুই রাউন্ড গুলি ও ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ওসি ফয়জুল আজীম আরও জানান, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।