ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে দলগুলোই Logo ‘পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে দলগুলোই’ Logo নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান রিটার্নিং কর্মকর্তা Logo চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে গ্রেপ্তার ১১ Logo মাদক নিয়ন্ত্রণ করতে পারি, নির্মূল সম্ভব নয়: তেজগাঁও ডিসি Logo ‘আমি আর এসবের মধ্যে নেই’- ক্ষমা চাইলেন আমির হামজা Logo ‘দুর্গাপূজার নিরাপত্তায় বুধবার থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী’ Logo সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত Logo উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুরে যাচ্ছেন নুরুল হক নুর Logo বাংলাদেশর রিজার্ভ চুরি: ফিলিপ‍াইনের আরসিবিসি ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

লক্ষ্মীপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বে প্রাণ গেল ‘ফাইটার বাবলু’র

লক্ষ্মীপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বে প্রাণ গেল ‘ফাইটার বাবলু’র

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে আজাদ হোসেন বাবলু (৩৫) ওরফে ‘ফাইটার বাবলু’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে নির্মমভাবে হত্যা করেছে।

রোববার (১ জুন) দিবাগত রাতে চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের ভূঁইয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত বাবলু ওই এলাকার মোস্তফা ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, “নিহত বাবলু একাধিক মাদক মামলার আসামি। কিছুদিন আগে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। জামিনে মুক্তি পাওয়ার পর প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।”

পুলিশ জানায়, বাবলুর বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া বুক, মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

গত ১১ এপ্রিল পূর্ব চৌপল্লী এলাকায় রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গুলির ঘটনায় বাবলুকে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হন। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে দলগুলোই

লক্ষ্মীপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বে প্রাণ গেল ‘ফাইটার বাবলু’র

আপডেট সময় ০২:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে আজাদ হোসেন বাবলু (৩৫) ওরফে ‘ফাইটার বাবলু’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে নির্মমভাবে হত্যা করেছে।

রোববার (১ জুন) দিবাগত রাতে চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের ভূঁইয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত বাবলু ওই এলাকার মোস্তফা ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, “নিহত বাবলু একাধিক মাদক মামলার আসামি। কিছুদিন আগে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। জামিনে মুক্তি পাওয়ার পর প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।”

পুলিশ জানায়, বাবলুর বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া বুক, মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

গত ১১ এপ্রিল পূর্ব চৌপল্লী এলাকায় রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গুলির ঘটনায় বাবলুকে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হন। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।