ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই Logo অবশেষে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন Logo আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠকে ইসি Logo নাহিদের কাছ থেকে বিভ্রান্তিকর বক্তব্য জাতি আশা করে না: জামায়াত Logo জামায়াতের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই: রুমিন ফারহানা Logo জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, প্রেমিক জেনে যাওয়ায় খুন Logo ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ Logo শান্তিচুক্তিকে উপেক্ষা করে ফের গাজায় ইসরায়েলের বিমান হামলা Logo ফরিদগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উদযাপনকে ঘিরে উত্তেজনা, থানায় অভিযোগ Logo গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ভাঙচুর

মানিকগঞ্জে সরকারি অনুদান পেল সড়ক দুর্ঘটনায় নিহত ৭ পরিবার

ঢাকাভয়েস ডেক্স:মানিকগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত সাত পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে সরকারি অনুদানের চেক প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২ জুন ) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ চেক প্রদান করা হয়।
এ সময় চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সহকারী পরিচালকের (ইনজিনিয়ার) কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুব কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ আতিকুল মামুন।

অনুদান পাওয়া ব্যক্তিরা হলেন আব্দুস সালাম, সানোয়ার হোসেন, মো: কাউসার আহমেদ, ওবায়দুর রহমান, মো: তারামিয়া, আবির হাসান, মো: আশিফুর রহমান।

এ বিষয়ে মাহাবুব কামাল জানান, মানিকগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ জনের অনুদানের চেক রেডি হয়েছে। প্রথম পর্যায়ের সাতজনের পরিবারকে পাঁচ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। বাকি ২৩ জনকে পর্যায়ক্রমে অনুদান প্রদান করা হবে।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় আহত অথবা নিহত হলে সরকারি অনুদান পাওয়া যায়, এই বিষয়টিই অধিকাংশ মানুষ জানে না। এ কারণেই শতকরা ৯৯ ভাগ মানুষই কখনো কোনো দাবির আবেদনই জমা দেয় না।

এ বিষয়ে মানুষকে সচেতন ও অবগত করানোর জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান অতিথি ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, আমাদের সকলকে এই বিষয়টি বেশি বেশি প্রচার করতে হবে। দুর্ঘটনায় পতিত অসহায় ব্যক্তি ও পরিবারের সঠিক সহযোগিতার জন্যেই আমাদের এ কাজটি করতে হবে। মানুষের প্রাপ্য সুবিধাগুলো সম্পর্কে তাদের জানার অধিকার আছে। স্কুলকলেজ, মসজিদ-মাদরাসা, জনপ্রতিনিধি, তথ্য অফিস, গণমাধ্যমসহ সবাইকে এ দায়িত্ব পালন করতে হবে।

আসুন, নতুন বাংলাদেশ আমরা নতুন মানসিকতা আর দেশপ্রেম নিয়ে, মানুষের প্রতি ভালবাসা আর মানবিকতা নিয়ে একসাথে কাজ করি।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই

মানিকগঞ্জে সরকারি অনুদান পেল সড়ক দুর্ঘটনায় নিহত ৭ পরিবার

আপডেট সময় ০২:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

ঢাকাভয়েস ডেক্স:মানিকগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত সাত পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে সরকারি অনুদানের চেক প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২ জুন ) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ চেক প্রদান করা হয়।
এ সময় চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সহকারী পরিচালকের (ইনজিনিয়ার) কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুব কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ আতিকুল মামুন।

অনুদান পাওয়া ব্যক্তিরা হলেন আব্দুস সালাম, সানোয়ার হোসেন, মো: কাউসার আহমেদ, ওবায়দুর রহমান, মো: তারামিয়া, আবির হাসান, মো: আশিফুর রহমান।

এ বিষয়ে মাহাবুব কামাল জানান, মানিকগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ জনের অনুদানের চেক রেডি হয়েছে। প্রথম পর্যায়ের সাতজনের পরিবারকে পাঁচ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। বাকি ২৩ জনকে পর্যায়ক্রমে অনুদান প্রদান করা হবে।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় আহত অথবা নিহত হলে সরকারি অনুদান পাওয়া যায়, এই বিষয়টিই অধিকাংশ মানুষ জানে না। এ কারণেই শতকরা ৯৯ ভাগ মানুষই কখনো কোনো দাবির আবেদনই জমা দেয় না।

এ বিষয়ে মানুষকে সচেতন ও অবগত করানোর জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান অতিথি ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, আমাদের সকলকে এই বিষয়টি বেশি বেশি প্রচার করতে হবে। দুর্ঘটনায় পতিত অসহায় ব্যক্তি ও পরিবারের সঠিক সহযোগিতার জন্যেই আমাদের এ কাজটি করতে হবে। মানুষের প্রাপ্য সুবিধাগুলো সম্পর্কে তাদের জানার অধিকার আছে। স্কুলকলেজ, মসজিদ-মাদরাসা, জনপ্রতিনিধি, তথ্য অফিস, গণমাধ্যমসহ সবাইকে এ দায়িত্ব পালন করতে হবে।

আসুন, নতুন বাংলাদেশ আমরা নতুন মানসিকতা আর দেশপ্রেম নিয়ে, মানুষের প্রতি ভালবাসা আর মানবিকতা নিয়ে একসাথে কাজ করি।