ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল Logo ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি Logo উত্তরের জনপদে যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধন Logo জুলাইয়ে রাজস্ব আদায় ২৭ হাজার ২৪৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৪ শতাংশ Logo বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন Logo আমি কোনো রাজনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণ করিনি: শাকিব Logo গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি Logo দা‌য়ি‌ত্ব পাল‌নে অব‌হেলা: দুদকের উপ-পরিচালক বরখাস্ত Logo টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি Logo বিএনপি নেতা আসলাম চৌধুরী ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টিলা ধসে মাটিচাপায় একই পরিবারের ৪ সদস্য নিহত

ঢাকাভয়েস ডেক্স: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে মাটিচাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়নের বখক্তিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৈরি পরিস্থিতির কারণে প্রায় ৪ ঘণ্টা বিলম্বে লাশ উদ্ধারে অভিযান শুরু হয়। পরে রবিবার (১ জুন) সকাল ৭টার দিকে স্থানীয়দের সহযোগিতায় চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

নিহতদের মধ্যে রিয়াজ উদ্দিনের নাম জানা গেছে। বাকিরা হচ্ছেন রিয়াজের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। স্থানীয় লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সবাই ছুটে আসেন। কিন্তু লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিক ও পুলিশকে খবর দেই। কিন্তু বৈরি পরিবেশের জন্য সকাল ছয়টার আগে ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।


তিনি বলেন, ‘ঝড় ও ভারী বর্ষণে গোলাপগঞ্জের রাখালগঞ্জ এলাকায় রাস্তার উপর বড় গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে। ফায়ার সার্ভিস গাছ কেটে আসার চেষ্টা করছে। অন্যদিকে ঢাকাদক্ষিণ সড়ক পানিতে ডুবে গেছে। ফলে আমার এলাকায় কেউ আসতে পারছে না। পরে সকাল ছয়টার কিছু পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।


নিজেরা উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করেছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আমি এলাকাবাসীকে নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছিলাম। কিন্তু যখন দ্বিতীয় দফায় টিলা ভেঙে মানুষগুলোকে মাটির নিচে নিয়ে যায় তখন আমি তাদের সরিয়ে নিয়ে এসেছি।’ তিনি বলেন, ‘প্রতিবেশী আরেকজনের বাড়ির উপরেও আরেকটা টিলা নামছে। আমি মানুষ, গবাদি পশু উদ্ধার করেছি। এরপর থেকে আমরা ফায়ার সার্ভিসের অপেক্ষায় ছিলাম।’

 

ঢাকাভয়েস২৪/সাদিক

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

টিলা ধসে মাটিচাপায় একই পরিবারের ৪ সদস্য নিহত

আপডেট সময় ১০:৩৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

ঢাকাভয়েস ডেক্স: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে মাটিচাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়নের বখক্তিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৈরি পরিস্থিতির কারণে প্রায় ৪ ঘণ্টা বিলম্বে লাশ উদ্ধারে অভিযান শুরু হয়। পরে রবিবার (১ জুন) সকাল ৭টার দিকে স্থানীয়দের সহযোগিতায় চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

নিহতদের মধ্যে রিয়াজ উদ্দিনের নাম জানা গেছে। বাকিরা হচ্ছেন রিয়াজের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। স্থানীয় লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সবাই ছুটে আসেন। কিন্তু লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিক ও পুলিশকে খবর দেই। কিন্তু বৈরি পরিবেশের জন্য সকাল ছয়টার আগে ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।


তিনি বলেন, ‘ঝড় ও ভারী বর্ষণে গোলাপগঞ্জের রাখালগঞ্জ এলাকায় রাস্তার উপর বড় গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে। ফায়ার সার্ভিস গাছ কেটে আসার চেষ্টা করছে। অন্যদিকে ঢাকাদক্ষিণ সড়ক পানিতে ডুবে গেছে। ফলে আমার এলাকায় কেউ আসতে পারছে না। পরে সকাল ছয়টার কিছু পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।


নিজেরা উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করেছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আমি এলাকাবাসীকে নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছিলাম। কিন্তু যখন দ্বিতীয় দফায় টিলা ভেঙে মানুষগুলোকে মাটির নিচে নিয়ে যায় তখন আমি তাদের সরিয়ে নিয়ে এসেছি।’ তিনি বলেন, ‘প্রতিবেশী আরেকজনের বাড়ির উপরেও আরেকটা টিলা নামছে। আমি মানুষ, গবাদি পশু উদ্ধার করেছি। এরপর থেকে আমরা ফায়ার সার্ভিসের অপেক্ষায় ছিলাম।’

 

ঢাকাভয়েস২৪/সাদিক