ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস Logo লিটনকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা Logo নীতি পরিপন্থী কার্যকলাপের জন্য মৌলভীবাজার জেলা বিএনপি নেতার পদ স্থগ Logo ফ্যাসিবাদী বিজেপি’ ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয় Logo শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার Logo গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ Logo দীর্ঘ এক যুগ পর লক্ষ্মীপুরে বিএনপির ‘দ্বি-বার্ষিক’ সম্মেলন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্ব Logo নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মিলল মেঘনা নদীতে Logo এবার জাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে তারিকুল-নিগার সুলতানা দম্পতি Logo ফটিকছড়িতে ৩ কিশোরকে গণপিটুনি, ঘটনাস্থলে একজনের মৃত্যু

কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি

শনিবার (৩১ মে) বিকালে কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে থানা চত্বরে এক সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ। কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। সুধী সমাবেশ শুরু হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল হক বলেন, সঙ্গত কারণে আমরা খুলনা রেঞ্জে কনসটেবল থেকে সাব ইন্সপেক্টরদের লটারির মাধ্যমে পোস্টিং-এর সিদ্ধান্ত নিয়েছি। পদন্নোতিও করা হবে সবকিছু বিবেচনা করে।

গণঅভ্যুত্থানে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত কতদুর এগিয়েছে এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন,মামলাগুলো যে শুধু রেঞ্জ অফিস মনিটরিং করে তা নয়। পুলিশ হেডকোয়াটার্স মনিটরিং করে। এর কার্যক্রম অনেক দুর এগিয়েছে। আশা করি আমাদের তদন্ত সুষ্ঠু ও সুন্দর হবে। যারা অপরাধী তাদের যেন বিচার হয় সেটা মাথায় রেখে তদন্তেু আমরা অনেকদুর এগিয়েছি।

কোরবানী ঈদের পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার না হয় সেজন্য দৌলতপুর উপজেলার দিকে চামড়া বহনকারী যেকোন পরিবহনকে আটকিয়ে পুলিশকে জানানোর আহব্বান জানান তিনি।

কুষ্টিয়ায় দীর্ঘদিন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন অবস্থান করছে এ বিষয়ে পুলিশের কাছে কোন তথ্য ছিল কিনা জানতে চাইলে ডিআইজি বলেন, আমাদের কাছে এ বিষয়ে কোন তথ্য ছিল না। পুলিশ সব সময় সব পারবে এমনটাও না। তবে যে সংস্থায় সুব্রত বাইনকে গ্রেপ্তার করুক পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বাড়ির মালিকদের বাড়ি ভাড়া দেওয়ার সময় সর্তকর্তা অবলম্বনের পরামর্শ দেন খুলনা রেঞ্জ পুলিশের এই কর্মকর্তা।

এরপর তিনি সুধী সমাবশে যোগ দেন। সুধী সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমীর হামজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমীর ও মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সস্পাদক আবু মনি জুবায়েদ রিপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান , গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক।

এ সময় নাগরিক কমিটির প্রতিনিধি আলমাস মামুন বক্তব্যর বিরোধীতা করে সমাবেশস্থলে হট্টগোল শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।
এক পর্যায়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আল আমিন কানাই, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুবদল নেতা শরীফসহ বেশ কয়েকজন তাদের দিকে তেড়ে যান। পরে পুলিশ ও উপস্থিত জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি নেতা আল আমিন কানাই বলেন, আন্দোলনে সব থেকে বড় ভূমিকা পালন করেছি আমরা। ৫ আগস্টের পর পুলিশকে আমরা শেল্টার দিয়ে কাজে ফিরিয়েছি আর পুলিশের প্রোগামে আমাদের বলা হয় না। আবার বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেই দুই দিনকার ছেলেপেলে। কামাল উদ্দিন বলেন, মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্রদের উঠিয়ে আমাদের সামনে বসিয়ে রাখা অপমানজনক। আবার এরা বিএনপি বিরোধীতা করে বক্তব্য দেই। পুলিশকে আমি সহযোগিতা করেছি। অথচ আমাদের বলা হয়নি।

প্রসঙ্গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সারা দেশের অন্যান্য থানার মতো কুষ্টিয়া মডেল থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এর প্রায় এক সপ্তাহ পর ১২ আগস্ট শহরের আমলাপাড়ায় অবস্থিত সদর ফাঁড়িতে অস্থায়ীভাবে থানার কার্যক্রম শুরু করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এরপর পোড়া ভবন সংস্কারের কাজ শুরু করা হয়।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস

কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি

আপডেট সময় ০৯:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

শনিবার (৩১ মে) বিকালে কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে থানা চত্বরে এক সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ। কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। সুধী সমাবেশ শুরু হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল হক বলেন, সঙ্গত কারণে আমরা খুলনা রেঞ্জে কনসটেবল থেকে সাব ইন্সপেক্টরদের লটারির মাধ্যমে পোস্টিং-এর সিদ্ধান্ত নিয়েছি। পদন্নোতিও করা হবে সবকিছু বিবেচনা করে।

গণঅভ্যুত্থানে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত কতদুর এগিয়েছে এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন,মামলাগুলো যে শুধু রেঞ্জ অফিস মনিটরিং করে তা নয়। পুলিশ হেডকোয়াটার্স মনিটরিং করে। এর কার্যক্রম অনেক দুর এগিয়েছে। আশা করি আমাদের তদন্ত সুষ্ঠু ও সুন্দর হবে। যারা অপরাধী তাদের যেন বিচার হয় সেটা মাথায় রেখে তদন্তেু আমরা অনেকদুর এগিয়েছি।

কোরবানী ঈদের পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার না হয় সেজন্য দৌলতপুর উপজেলার দিকে চামড়া বহনকারী যেকোন পরিবহনকে আটকিয়ে পুলিশকে জানানোর আহব্বান জানান তিনি।

কুষ্টিয়ায় দীর্ঘদিন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন অবস্থান করছে এ বিষয়ে পুলিশের কাছে কোন তথ্য ছিল কিনা জানতে চাইলে ডিআইজি বলেন, আমাদের কাছে এ বিষয়ে কোন তথ্য ছিল না। পুলিশ সব সময় সব পারবে এমনটাও না। তবে যে সংস্থায় সুব্রত বাইনকে গ্রেপ্তার করুক পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বাড়ির মালিকদের বাড়ি ভাড়া দেওয়ার সময় সর্তকর্তা অবলম্বনের পরামর্শ দেন খুলনা রেঞ্জ পুলিশের এই কর্মকর্তা।

এরপর তিনি সুধী সমাবশে যোগ দেন। সুধী সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমীর হামজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমীর ও মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সস্পাদক আবু মনি জুবায়েদ রিপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান , গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক।

এ সময় নাগরিক কমিটির প্রতিনিধি আলমাস মামুন বক্তব্যর বিরোধীতা করে সমাবেশস্থলে হট্টগোল শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।
এক পর্যায়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আল আমিন কানাই, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুবদল নেতা শরীফসহ বেশ কয়েকজন তাদের দিকে তেড়ে যান। পরে পুলিশ ও উপস্থিত জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি নেতা আল আমিন কানাই বলেন, আন্দোলনে সব থেকে বড় ভূমিকা পালন করেছি আমরা। ৫ আগস্টের পর পুলিশকে আমরা শেল্টার দিয়ে কাজে ফিরিয়েছি আর পুলিশের প্রোগামে আমাদের বলা হয় না। আবার বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেই দুই দিনকার ছেলেপেলে। কামাল উদ্দিন বলেন, মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্রদের উঠিয়ে আমাদের সামনে বসিয়ে রাখা অপমানজনক। আবার এরা বিএনপি বিরোধীতা করে বক্তব্য দেই। পুলিশকে আমি সহযোগিতা করেছি। অথচ আমাদের বলা হয়নি।

প্রসঙ্গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সারা দেশের অন্যান্য থানার মতো কুষ্টিয়া মডেল থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এর প্রায় এক সপ্তাহ পর ১২ আগস্ট শহরের আমলাপাড়ায় অবস্থিত সদর ফাঁড়িতে অস্থায়ীভাবে থানার কার্যক্রম শুরু করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এরপর পোড়া ভবন সংস্কারের কাজ শুরু করা হয়।