ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা Logo ভিক্টোরিয়া অধ্যক্ষের টালবাহান বছরেও হয়নি তামিম নির্যাতনের বিচার Logo সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Logo প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা Logo ঢাকায় এলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট Logo দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল Logo ‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে অস্ত্র নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি Logo এবার মৌলভীবাজারে আরেক ছাত্রদল নেতার পদত্যাগ Logo পক্ষে ও বিপক্ষের সবাই ছাত্রদলের কাছে নিরাপদ: রাবি ছাত্রদলের আহ্বায়ক Logo নোয়াখালী জার্নালিস্ট ফোরাম ঢাকার উদ্যোগে দেশীয় ফল উৎসব

রংপুরে ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলা, আটক ১

রংপুরে ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলা, আটক ১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রংপুর মহানগরে ইসলামী ছাত্রশিবিরের পরিচালিত হেল্প ডেস্কে হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) সকালে রংপুর চিড়িয়াখানার পাশের হনুমানতলা রোড এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থীদের সহায়তায় একটি বিনামূল্য হেল্প ডেস্ক চালু করেছিল ছাত্রশিবির। তবে হনুমানতলার স্থানীয় ১৫-২০ জন ব্যবসায়ী হঠাৎ করেই সেখানে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসলামী ছাত্রশিবির পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, মানিব্যাগসহ অন্যান্য সরঞ্জাম নিরাপদে রাখার জন্য হেল্প ডেস্ক স্থাপন করেছিল। অপরদিকে, কিছু ব্যবসায়ীও একই এলাকায় বাণিজ্যিকভাবে হেল্প ডেস্ক চালু করেছিলেন। তবে ছাত্রশিবিরের বিনামূল্য সেবা থাকায় শিক্ষার্থীরা বাণিজ্যিক ডেস্কগুলো এড়িয়ে চলছিল। এ থেকেই ক্ষুব্ধ হয়ে হামলা চালায় স্থানীয় ব্যবসায়ীরা।

রংপুর মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহমুদ হাসান বলেন, আমাদের হেল্প ডেস্ক ছিল একেবারেই স্বেচ্ছাসেবাভিত্তিক। সেখানে ছাত্রছাত্রীদের সুবিধা নিশ্চিতে আমরা কাজ করছিলাম। কিন্তু ব্যবসায়িক লাভে ক্ষতিগ্রস্ত হয়ে স্থানীয় কিছু ব্যবসায়ী আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা

রংপুরে ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলা, আটক ১

আপডেট সময় ০৬:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রংপুর মহানগরে ইসলামী ছাত্রশিবিরের পরিচালিত হেল্প ডেস্কে হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) সকালে রংপুর চিড়িয়াখানার পাশের হনুমানতলা রোড এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থীদের সহায়তায় একটি বিনামূল্য হেল্প ডেস্ক চালু করেছিল ছাত্রশিবির। তবে হনুমানতলার স্থানীয় ১৫-২০ জন ব্যবসায়ী হঠাৎ করেই সেখানে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসলামী ছাত্রশিবির পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, মানিব্যাগসহ অন্যান্য সরঞ্জাম নিরাপদে রাখার জন্য হেল্প ডেস্ক স্থাপন করেছিল। অপরদিকে, কিছু ব্যবসায়ীও একই এলাকায় বাণিজ্যিকভাবে হেল্প ডেস্ক চালু করেছিলেন। তবে ছাত্রশিবিরের বিনামূল্য সেবা থাকায় শিক্ষার্থীরা বাণিজ্যিক ডেস্কগুলো এড়িয়ে চলছিল। এ থেকেই ক্ষুব্ধ হয়ে হামলা চালায় স্থানীয় ব্যবসায়ীরা।

রংপুর মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহমুদ হাসান বলেন, আমাদের হেল্প ডেস্ক ছিল একেবারেই স্বেচ্ছাসেবাভিত্তিক। সেখানে ছাত্রছাত্রীদের সুবিধা নিশ্চিতে আমরা কাজ করছিলাম। কিন্তু ব্যবসায়িক লাভে ক্ষতিগ্রস্ত হয়ে স্থানীয় কিছু ব্যবসায়ী আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।