ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দূর্নীতির অভিযোগে কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান Logo “ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে নাট্যতরীর ‘মূকনাটক: জুলাই’ ও সেমিনার অনুষ্ঠিত Logo জমকালো আয়োজনে জবিতে সমাপ্ত হলো জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ Logo জকসু ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজের দায়সারা উত্তর,প্রতিকী প্রতিবাদ শিক্ষার্থীদে Logo ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতির অঙ্গীকার সিইসির Logo জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: তারেক রহমান Logo বামপন্থিদের মব সন্ত্রাস ও অসংলগ্ন স্লোগানের প্রতিবাদ জানাল ছাত্রশিবির Logo সুবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন Logo নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না-মির্জা ফখরুল Logo জুলাই ঘোষণাপত্রে পরিপূর্ণতার অভাব রয়েই গেলো-আখতার হোসেন

রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের সহায়তায় শিবিরের হেল্প ডেস্কে হামলা, আহত ৫

ঢাকাভয়েস ডেক্স: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের জন্য মোবাইল ও ব্যাগ ফ্রিতে রাখার সুযোগ করে দেয়ায় রংপুরে ইসলামী ছাত্রশিবিরের একটি হেল্প ডেস্কে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার সকালে রংপুরে কারমাইকেল কলেজের উপ-পরীক্ষা কেন্দ্র পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পরীক্ষার্থীদের সহযোগিতা করতে শিবিরের কর্মীরা একটি সহায়তা কেন্দ্র (হেল্প ডেস্ক) স্থাপন করেন। সেখানে পরীক্ষার্থীদের মোবাইল ফোন ও ব্যাগ বিনামূল্যে রাখার সুবিধা দেয়া হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হঠাৎ করে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হেল্প ডেস্কে হামলা চালায়। তারা শিবির কর্মীদের মারধর করে এবং পরীক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। হামলায় অন্তত পাঁচজন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে হামলার নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছে ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর শাখা। এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি।

 

 

কারমাইকেল কলেজ প্রতিনিধি: মোঃ তারিকুল ইসলাম তাজ

 

জনপ্রিয় সংবাদ

দূর্নীতির অভিযোগে কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান

রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের সহায়তায় শিবিরের হেল্প ডেস্কে হামলা, আহত ৫

আপডেট সময় ০৫:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

ঢাকাভয়েস ডেক্স: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের জন্য মোবাইল ও ব্যাগ ফ্রিতে রাখার সুযোগ করে দেয়ায় রংপুরে ইসলামী ছাত্রশিবিরের একটি হেল্প ডেস্কে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার সকালে রংপুরে কারমাইকেল কলেজের উপ-পরীক্ষা কেন্দ্র পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পরীক্ষার্থীদের সহযোগিতা করতে শিবিরের কর্মীরা একটি সহায়তা কেন্দ্র (হেল্প ডেস্ক) স্থাপন করেন। সেখানে পরীক্ষার্থীদের মোবাইল ফোন ও ব্যাগ বিনামূল্যে রাখার সুবিধা দেয়া হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হঠাৎ করে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হেল্প ডেস্কে হামলা চালায়। তারা শিবির কর্মীদের মারধর করে এবং পরীক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। হামলায় অন্তত পাঁচজন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে হামলার নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছে ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর শাখা। এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি।

 

 

কারমাইকেল কলেজ প্রতিনিধি: মোঃ তারিকুল ইসলাম তাজ