ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি Logo আসন্ন নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্ত রূপ দেবে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সাংবাদিক তুহিন হত্যায় ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক ও নিন্দা Logo গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা, এখন পর্যন্ত গ্রেপ্তার ৭ Logo ‘বিএনপি ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু করবে’-আলী নেওয়াজ Logo গাজা দখলের পরিকল্পনার অভিযোগ নাকচ নেতানিয়াহুর Logo ঢাবি হল গুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo বরিশালের সড়ক দূর্ঘটনায় জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু Logo নীলফামারীতে শিবিরের উদ্যোগে এসএসসি-দাখিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

গণজাগরণ মঞ্চের কুশীলবদের বিচারের আওতায় আনতে হবে

ঢাকাভয়েজ ডেক্স: বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস-বিপিটি’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে গণজাগরণ মঞ্চের কুশীলবদের বিচারের দাবিতে শুক্রবার (৩০ মে) বিকেলে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার নুর নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ ও যুবনেতা সামসুদ্দিন রাব্বি প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণজাগরণ মঞ্চের হাত ধরে এ দেশে ফ্যাসিবাদের গোড়াপত্তন হয়েছে। যার মাসুল দিতে হয়েছে ২৪ এর জুলাইয়ের ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে। এখন আবার সেই কুশীলবরা বাইরের দেশের ইন্ধনে লম্ফঝম্প করছে। তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের গণমানুষের আকাঙ্খার ভিত্তিতে।

তিনি আরো বলেন, শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত শাসন ব্যবস্থা কায়েম সম্ভব নয়। দেশে অবশ্যই নির্বাচনের প্রয়োজন আছে তবে তার আগে ফ্যাসিবাদের দোসর, গণ হত্যাকারীদের বিচার এবং সংস্কার কার্যক্রম সম্পন্ন করে।”

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার নুর নবী বলেন, ২০১৩ সালের শাহবাগের গণজাগরণ মঞ্চের মাধ্যমে ফ্যাসিবাদকে উস্কে দেয়া হয়েছে। তারই ফলশ্রুতিতে দেশে বিচারের নামে ফাঁসির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মাঝে স্থায়ী বিভেদ সৃষ্টি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শাপলার গণহত্যা সংঘঠিত হয়েছে। যারা দেশকে এমন সংকটের দিকে ঠেলে দিয়েছে সেই গণজাগরণ মঞ্চের কুশীলব লাকী আকতারসহ সবাইকে গ্রেফতার করে আইনের আওয়াত নিয়ে আসতে হবে। আদালতে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এ দেশে আর ফ্যাসিবাদ কায়েম না হয়।

সংগঠনের সদস্য মো: রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, রাজনৈতিক এক্টিভিস্ট রাসেল ইমদাদ, শেখ ফরিদ, বিপিটির অন্যতম উদ্যোক্তা জাফর আহমেদ, সিরাজুল ইসলাম ফিরোজ প্রমুখ।

 

ঢাকাভয়েজ২৪/সাদিক

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি

গণজাগরণ মঞ্চের কুশীলবদের বিচারের আওতায় আনতে হবে

আপডেট সময় ১১:১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

ঢাকাভয়েজ ডেক্স: বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস-বিপিটি’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে গণজাগরণ মঞ্চের কুশীলবদের বিচারের দাবিতে শুক্রবার (৩০ মে) বিকেলে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার নুর নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ ও যুবনেতা সামসুদ্দিন রাব্বি প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণজাগরণ মঞ্চের হাত ধরে এ দেশে ফ্যাসিবাদের গোড়াপত্তন হয়েছে। যার মাসুল দিতে হয়েছে ২৪ এর জুলাইয়ের ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে। এখন আবার সেই কুশীলবরা বাইরের দেশের ইন্ধনে লম্ফঝম্প করছে। তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের গণমানুষের আকাঙ্খার ভিত্তিতে।

তিনি আরো বলেন, শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত শাসন ব্যবস্থা কায়েম সম্ভব নয়। দেশে অবশ্যই নির্বাচনের প্রয়োজন আছে তবে তার আগে ফ্যাসিবাদের দোসর, গণ হত্যাকারীদের বিচার এবং সংস্কার কার্যক্রম সম্পন্ন করে।”

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার নুর নবী বলেন, ২০১৩ সালের শাহবাগের গণজাগরণ মঞ্চের মাধ্যমে ফ্যাসিবাদকে উস্কে দেয়া হয়েছে। তারই ফলশ্রুতিতে দেশে বিচারের নামে ফাঁসির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মাঝে স্থায়ী বিভেদ সৃষ্টি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শাপলার গণহত্যা সংঘঠিত হয়েছে। যারা দেশকে এমন সংকটের দিকে ঠেলে দিয়েছে সেই গণজাগরণ মঞ্চের কুশীলব লাকী আকতারসহ সবাইকে গ্রেফতার করে আইনের আওয়াত নিয়ে আসতে হবে। আদালতে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এ দেশে আর ফ্যাসিবাদ কায়েম না হয়।

সংগঠনের সদস্য মো: রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, রাজনৈতিক এক্টিভিস্ট রাসেল ইমদাদ, শেখ ফরিদ, বিপিটির অন্যতম উদ্যোক্তা জাফর আহমেদ, সিরাজুল ইসলাম ফিরোজ প্রমুখ।

 

ঢাকাভয়েজ২৪/সাদিক