ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই: খন্দকার মোশাররফ

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই সঠিক সময়ে বর্তমান সরকারকে নির্বাচন দিতে হবে।

শুক্রবার (৩০ মে) রাজধানীর গুলশানে ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, আজ গণতন্ত্র হুমকির মুখে।

ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সরকারের প্রধান দায়িত্ব। বিগত ১৬ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। তাই শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে আমাদের শপথ হোক-তার আদর্শ বুকে ধারণ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক এবং মুক্তিযোদ্ধা হিসেবে অনেক সিনিয়র ছিলেন।

তার সেনাপ্রধান হওয়ার কথা ছিল। কিন্তু স্বাধীনতার পর তাকে প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা হয়। তবুও তিনি কখনো মুখ খুলে কিছু বলেননি, প্রতিবাদ করেননি। তিনি বলেন, স্বাধীনতার পর যারা ক্ষমতায় আসে, তারা দেশে রক্ষীবাহিনী গঠন করে দমন-পীড়ন চালায়।

একের পর এক অভ্যুত্থান হয় তখন। যারা সে সময় বেঁচে ছিলেন, তারা জানেন সে সময়কার পরিস্থিতি কেমন ছিল।
তিনি আরো বলেন, ১৯৭৫ সালের নভেম্বরে খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে বন্দি করে নিজে সেনাপ্রধান হন। কিন্তু সৈনিক-জনতা একসঙ্গে বিদ্রোহ করে তাকে (জিয়া) মুক্ত করে আনে।

এরপর জিয়াউর রহমানের মৃত্যুর পর তার জানাজায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম হয়েছিল, এমন দৃশ্য আর কখনো দেখা যায়নি বলেও উল্লেখ করেন মোশাররফ হোসেন।

গাজায় মার্কিন-ইসরায়েলি ত্রাণের আটার বস্তায় আফিমজাত ট্যাবলেট

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই: খন্দকার মোশাররফ

আপডেট সময় ০৮:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই সঠিক সময়ে বর্তমান সরকারকে নির্বাচন দিতে হবে।

শুক্রবার (৩০ মে) রাজধানীর গুলশানে ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, আজ গণতন্ত্র হুমকির মুখে।

ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সরকারের প্রধান দায়িত্ব। বিগত ১৬ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। তাই শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে আমাদের শপথ হোক-তার আদর্শ বুকে ধারণ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক এবং মুক্তিযোদ্ধা হিসেবে অনেক সিনিয়র ছিলেন।

তার সেনাপ্রধান হওয়ার কথা ছিল। কিন্তু স্বাধীনতার পর তাকে প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা হয়। তবুও তিনি কখনো মুখ খুলে কিছু বলেননি, প্রতিবাদ করেননি। তিনি বলেন, স্বাধীনতার পর যারা ক্ষমতায় আসে, তারা দেশে রক্ষীবাহিনী গঠন করে দমন-পীড়ন চালায়।

একের পর এক অভ্যুত্থান হয় তখন। যারা সে সময় বেঁচে ছিলেন, তারা জানেন সে সময়কার পরিস্থিতি কেমন ছিল।
তিনি আরো বলেন, ১৯৭৫ সালের নভেম্বরে খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে বন্দি করে নিজে সেনাপ্রধান হন। কিন্তু সৈনিক-জনতা একসঙ্গে বিদ্রোহ করে তাকে (জিয়া) মুক্ত করে আনে।

এরপর জিয়াউর রহমানের মৃত্যুর পর তার জানাজায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম হয়েছিল, এমন দৃশ্য আর কখনো দেখা যায়নি বলেও উল্লেখ করেন মোশাররফ হোসেন।