ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘আগামী ৫ মাসে অনেক কিছুই ঘটবে, যা আমরা কল্পনাও করতে পারছি না’ Logo নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে দোস্ত এইডের খাদ্য সহায়তা বিতরণ Logo হাতিয়ায় দুই শতাধিক শিক্ষার্থী কে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা দিল ছাত্রশিবির Logo পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে অনশন, অসুস্থ দুই শিক্ষার্থী Logo বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ ভারী বর্ষণের আভাস Logo যারা আগে আ‘মী লীগে ছিলেন, তাদের বিএনপিতে আসা নিয়ে কেউ যেন হাসি-ঠাট্টা না করে Logo বিএনপি ভাঙার মিশন:জিএম কাদেরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে এনায়েত Logo চুয়াডাঙ্গায় পূর্ব শক্রতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা Logo যারা হাসিনার সঙ্গে আঁতাত করে চলছিলো তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : সরওয়ার Logo কুমিল্লায় চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার হাত-পা ভাঙলেন ছাত্রদল নেতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় এক বিএনপি নেতাকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. ফারুক উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন।

আর ভুক্তভোগী আব্দুল মতিন মুন্সী সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক।

এদিকে বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে মারধর ও হত্যার হুমকির ঘটনায় ছাত্রদল নেতা ফারুকসহ ১০ জনের নাম উল্লেখ করে আব্দুল মতিন মুন্সীর মেয়ে মহিতুন নেছা সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বরাত দিয়ে মহিতুন নেছা জানান, দীর্ঘদিন ধরে তার বাবা আব্দুল মতিন মুন্সী উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার হৈচৈ পার্ক নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। কয়েকদিন আগে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য তার বাবার থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ফারুকসহ এলাকায় চিহ্নিত ১০-১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী। এতে তিনি ২ লাখ টাকা চাঁদা দিলেও তাকে পুরো ১০ লাখ টাকা দেওয়ার জন্য নানাভাবে হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছিলেন।

বুধবার (২৮মে) সন্ধ্যায় চর কিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার বাবার কাছে পুনরায় চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ফারুকসহ তার বাহিনীর শহিদ, বাবু, রিমন, সোহাগ, মাসুদ, ফয়জল, মহিন এবং সাব্বির দেশীয় অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম ও পা ও হাতের হাড় ভেঙ্গে পালিয়ে যায়। পরে তার ডাক-চিৎকার শুনে এলাকাবাসী উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়৷

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা মো. ফারুক বলেছেন, ‘আব্দুল মতিন একটি ছোট ছেলেকে বলাৎকার করার চেষ্টা করেছে। তাই তাকে এলাকাবাসী মারধর করেছে।’

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, মারধরের বিষয়ে অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘আগামী ৫ মাসে অনেক কিছুই ঘটবে, যা আমরা কল্পনাও করতে পারছি না’

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার হাত-পা ভাঙলেন ছাত্রদল নেতা

আপডেট সময় ১০:১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় এক বিএনপি নেতাকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. ফারুক উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন।

আর ভুক্তভোগী আব্দুল মতিন মুন্সী সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক।

এদিকে বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে মারধর ও হত্যার হুমকির ঘটনায় ছাত্রদল নেতা ফারুকসহ ১০ জনের নাম উল্লেখ করে আব্দুল মতিন মুন্সীর মেয়ে মহিতুন নেছা সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বরাত দিয়ে মহিতুন নেছা জানান, দীর্ঘদিন ধরে তার বাবা আব্দুল মতিন মুন্সী উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার হৈচৈ পার্ক নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। কয়েকদিন আগে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য তার বাবার থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ফারুকসহ এলাকায় চিহ্নিত ১০-১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী। এতে তিনি ২ লাখ টাকা চাঁদা দিলেও তাকে পুরো ১০ লাখ টাকা দেওয়ার জন্য নানাভাবে হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছিলেন।

বুধবার (২৮মে) সন্ধ্যায় চর কিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার বাবার কাছে পুনরায় চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ফারুকসহ তার বাহিনীর শহিদ, বাবু, রিমন, সোহাগ, মাসুদ, ফয়জল, মহিন এবং সাব্বির দেশীয় অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম ও পা ও হাতের হাড় ভেঙ্গে পালিয়ে যায়। পরে তার ডাক-চিৎকার শুনে এলাকাবাসী উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়৷

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা মো. ফারুক বলেছেন, ‘আব্দুল মতিন একটি ছোট ছেলেকে বলাৎকার করার চেষ্টা করেছে। তাই তাকে এলাকাবাসী মারধর করেছে।’

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, মারধরের বিষয়ে অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।