ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর হাজারীবাগে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের কালিনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার (১২ নভেম্বর) গভীর রাতে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। দুই বোনের নাম নাসরিন আক্তার (৩০) ও জেসমিন আক্তার (৪৪)।

জেসমিনের লাশ গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। নাসরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর বড় বোন জেসমিন ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহ গলাকাটা অবস্থায় ছিল।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী বলেন, হাজারীবাগের ওই ফ্ল্যাটে মা ও ভাইয়ের সঙ্গে ওই দুই বোন থাকতেন। ঘটনার সময় তাদের ভাই ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। তাঁর অসুস্থ মা এ বিষয়ে কিছু বলতে পারছেন না। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে দুই বোনই মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁদের চিকিৎসাও চলছিল। তাঁদের বিয়ে হয়নি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে একজনকে হত্যা করে আরেকজন আত্মহত্যা করেছেন। তবে তদন্তের আগে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, দুই বোনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন যুবদল নেতা

রাজধানীর হাজারীবাগে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০১:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

রাজধানীর হাজারীবাগের কালিনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার (১২ নভেম্বর) গভীর রাতে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। দুই বোনের নাম নাসরিন আক্তার (৩০) ও জেসমিন আক্তার (৪৪)।

জেসমিনের লাশ গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। নাসরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর বড় বোন জেসমিন ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহ গলাকাটা অবস্থায় ছিল।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী বলেন, হাজারীবাগের ওই ফ্ল্যাটে মা ও ভাইয়ের সঙ্গে ওই দুই বোন থাকতেন। ঘটনার সময় তাদের ভাই ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। তাঁর অসুস্থ মা এ বিষয়ে কিছু বলতে পারছেন না। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে দুই বোনই মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁদের চিকিৎসাও চলছিল। তাঁদের বিয়ে হয়নি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে একজনকে হত্যা করে আরেকজন আত্মহত্যা করেছেন। তবে তদন্তের আগে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, দুই বোনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।