ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ আটক Logo বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে ভারতের সামনে কঠিন অঙ্ক Logo এখনও সম্ভব হয়নি জাকসু নির্বাচনের ফল ঘোষণা Logo আজ টিভিতে যে খেলা দেখবেন Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo সুপার ফোরে উঠতে পারে বাংলাদেশ, আশাবাদী শোয়েব মালিক Logo চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস Logo বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: দুলু Logo জাকসু: অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, সরে দাঁড়ালেন জাকসু নির্বাচন কমিশনার

গুইমারায় সংগঠনের নামে চাঁদাবাজি, সেনা অভিযানে দুইজন আটক

‎খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সংগঠনের নাম ভাঙিয়ে সড়কে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ মে) মধ্যরাতে গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকায় এই অভিযান চালায় ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির।

আটক দুই ব্যক্তির নাম মো. খলিলুর রহমান (৪৭) ও মো. আবু সায়েদ (৪৫)। তারা উভয়েই গুইমারা উপজেলার হাফছড়ি এলাকার বাসিন্দা। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ টাকা এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ বই জব্দ করা হয়।‎

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুইমারার অন্তত পাঁচটি পয়েন্টে—জালিয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে, কাসেম হোটেলের পাশে, পুলিশ ফাঁড়ির সামনে, কাজী টাওয়ারের সামনে এবং হাতিমোড়া পুলিশ বক্সের সামনে—বিভিন্ন সমিতি ও সংগঠনের নামে নিয়মিতভাবে চাঁদা আদায় করা হচ্ছিল।

‎চালকদের দাবি, কাঠ, বাঁশ, ইট, বালুসহ মালবাহী ট্রাকগুলো থেকে দিনে-রাতে ৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। কেউ চাঁদা না দিলে তাদের গাড়ি আটকে দেওয়া হতো।

‎‎এক ট্রাকচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‎”প্রতিদিন রাস্তায় চাঁদা দিতে হয়। না দিলে গাড়ি আটকে রাখে। খাগড়াছিড় থেকে বারইয়ারহাট পর্যন্ত পিকআপ নিয়ে গেলে অন্তত ৮ হাজার টাকা চাঁদা দিতে হয় বিভিন্ন জায়গায়। প্রশাসনকে জানিয়েও কোনো সুফল পাইনি।”

‎সেনা অভিযান শেষে ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির জানান, ‎”গোপন সংবাদের ভিত্তিতে চাঁদা উত্তোলনের সময় দুজনকে আটক করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।”‎

‎আটককৃতদের গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ‎গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরী বলেন, ‎”আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গুইমারায় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

জনপ্রিয় সংবাদ

আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ আটক

গুইমারায় সংগঠনের নামে চাঁদাবাজি, সেনা অভিযানে দুইজন আটক

আপডেট সময় ১১:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

‎খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সংগঠনের নাম ভাঙিয়ে সড়কে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ মে) মধ্যরাতে গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকায় এই অভিযান চালায় ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির।

আটক দুই ব্যক্তির নাম মো. খলিলুর রহমান (৪৭) ও মো. আবু সায়েদ (৪৫)। তারা উভয়েই গুইমারা উপজেলার হাফছড়ি এলাকার বাসিন্দা। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ টাকা এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ বই জব্দ করা হয়।‎

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুইমারার অন্তত পাঁচটি পয়েন্টে—জালিয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে, কাসেম হোটেলের পাশে, পুলিশ ফাঁড়ির সামনে, কাজী টাওয়ারের সামনে এবং হাতিমোড়া পুলিশ বক্সের সামনে—বিভিন্ন সমিতি ও সংগঠনের নামে নিয়মিতভাবে চাঁদা আদায় করা হচ্ছিল।

‎চালকদের দাবি, কাঠ, বাঁশ, ইট, বালুসহ মালবাহী ট্রাকগুলো থেকে দিনে-রাতে ৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। কেউ চাঁদা না দিলে তাদের গাড়ি আটকে দেওয়া হতো।

‎‎এক ট্রাকচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‎”প্রতিদিন রাস্তায় চাঁদা দিতে হয়। না দিলে গাড়ি আটকে রাখে। খাগড়াছিড় থেকে বারইয়ারহাট পর্যন্ত পিকআপ নিয়ে গেলে অন্তত ৮ হাজার টাকা চাঁদা দিতে হয় বিভিন্ন জায়গায়। প্রশাসনকে জানিয়েও কোনো সুফল পাইনি।”

‎সেনা অভিযান শেষে ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির জানান, ‎”গোপন সংবাদের ভিত্তিতে চাঁদা উত্তোলনের সময় দুজনকে আটক করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।”‎

‎আটককৃতদের গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ‎গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরী বলেন, ‎”আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গুইমারায় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”