ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দিলো মালয়েশিয়া Logo রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না: সাবেক ঢাবি ভিসিকে শেখ হাসিনা Logo দক্ষিণ আফ্রিকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত আরও ১৭ বাংলাদেশী Logo লক্ষ্মীপুরে আলোচিত সন্ত্রাসী কদু আলমগীর গ্রেপ্তার Logo কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকের উপরে সন্ত্রাসী হামলা Logo প্রথমে ‘অমানবিক’ নির্যাতন করেন, এরপর ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করেন Logo রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিলের ডাক Logo সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে পাচঁ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান Logo আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে -তারেক রহমান Logo পাথরঘাটায় রহস্যজনক বিষপান: ৫ স্কুলছাত্রী অসুস্থ

নারায়ণগঞ্জে তিতাসের পাইপলাইন থেকে গ্যাসের বদলে বের হচ্ছে পানি

নারায়ণগঞ্জ সদর উপজেলার চারটি এলাকায় তিতাসের পাইপলাইনে গ্যাসের পরিবর্তে পানি বের হচ্ছে। নেই জ্বালানি গ্যাসের সরবরাহ । অনেকে তিতাসের স্থানীয় কার্যালয়ে অভিযোগ করে প্রতিকার না পেয়ে নিজেরাই পাইপলাইনের রাইজার খুলে পানি বের করছেন। এরপরও পুরোপুরি পানি বের করা যাচ্ছে না। পানিতে গ্যাসের পাইপলাইন ভরে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণ সস্তাপুর, সস্তাপুর, ইসদাইর, কোতালেরবাগসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনে পানি পাওয়া যাচ্ছে। পাইপলাইন পানিতে ভরে থাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ওই চার এলাকার ১০ হাজারের বেশি গ্রাহক গ্যাসের পাইপলাইনের ভেতরে পানি থাকায় ভোগান্তিতে পড়েছেন। তাঁরা গ্যাস পাচ্ছেন না।

পাইপলাইনের ছিদ্র দিয়ে পানি ঢোকার বিষয়টি স্বীকার করেছেন তিতাস গ্যাস নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মামুনার রশিদ। তিনি বলেন, তিতাসের পুরোনো পাইপলাইনে বিভিন্ন স্থানে ছিদ্র রয়েছে। যখন গ্যাস থাকে না, তখন ছিদ্রগুলো দিয়ে পাইপলাইনের ভেতর পানি ঢুকে পড়ছে। আবার গ্যাস সরবরাহ শুরু হলে পানি আবার বেরিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের পুরো গ্যাস নেটওয়ার্কে নতুন করে পাইপলাইন স্থাপনের কাজ শুরু করা হবে। ইতিমধ্যে প্রকল্পের অনুমোদন হয়ে গেছে।

এলাকাবাসী জানান, তাঁদের এলাকায় তিতাসের মূল পাইপলাইনের বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র। সেই ছিদ্র দিয়ে যখন গ্যাসের সরবরাহ না থাকে, তখন পাইপলাইনের ভেতরে পানি ঢুকে পড়ছে। প্রত্যেক গ্রাহকের বাড়ির পাইপলাইন পানিতে ভর্তি। তিতাসের অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

সরেজমিন ও খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের টানবাজার, কাশিপুর, ভোলাইল, হাটখোলা, বন্দর উপজেলার নবীগঞ্জ, নরসিংহপুরসহ জেলার বিভিন্ন স্থানে জ্বালানি গ্যাসের সংকট চলছে। ওই সব এলাকায় সকাল থেকে রাত অবধি তিতাস গ্যাসের পাইপলাইনে গ্যাস মিলছে না। বিষয়টি তিতাসকে গুরুত্ব দিয়ে সমাধান করা উচিত।

বাসাবাড়িতে গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকেরা। গ্যাস–সংকটের কারণে অনেকে বাধ্য হয়ে গ্যাস সিলিন্ডার ও কেরোসিনের স্টোভ ও লাকড়ি ব্যবহার করছেন। এতে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তিতাস গ্যাসকে বিল পরিশোধের পাশাপাশি অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দিলো মালয়েশিয়া

নারায়ণগঞ্জে তিতাসের পাইপলাইন থেকে গ্যাসের বদলে বের হচ্ছে পানি

আপডেট সময় ১২:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার চারটি এলাকায় তিতাসের পাইপলাইনে গ্যাসের পরিবর্তে পানি বের হচ্ছে। নেই জ্বালানি গ্যাসের সরবরাহ । অনেকে তিতাসের স্থানীয় কার্যালয়ে অভিযোগ করে প্রতিকার না পেয়ে নিজেরাই পাইপলাইনের রাইজার খুলে পানি বের করছেন। এরপরও পুরোপুরি পানি বের করা যাচ্ছে না। পানিতে গ্যাসের পাইপলাইন ভরে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণ সস্তাপুর, সস্তাপুর, ইসদাইর, কোতালেরবাগসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনে পানি পাওয়া যাচ্ছে। পাইপলাইন পানিতে ভরে থাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ওই চার এলাকার ১০ হাজারের বেশি গ্রাহক গ্যাসের পাইপলাইনের ভেতরে পানি থাকায় ভোগান্তিতে পড়েছেন। তাঁরা গ্যাস পাচ্ছেন না।

পাইপলাইনের ছিদ্র দিয়ে পানি ঢোকার বিষয়টি স্বীকার করেছেন তিতাস গ্যাস নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মামুনার রশিদ। তিনি বলেন, তিতাসের পুরোনো পাইপলাইনে বিভিন্ন স্থানে ছিদ্র রয়েছে। যখন গ্যাস থাকে না, তখন ছিদ্রগুলো দিয়ে পাইপলাইনের ভেতর পানি ঢুকে পড়ছে। আবার গ্যাস সরবরাহ শুরু হলে পানি আবার বেরিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের পুরো গ্যাস নেটওয়ার্কে নতুন করে পাইপলাইন স্থাপনের কাজ শুরু করা হবে। ইতিমধ্যে প্রকল্পের অনুমোদন হয়ে গেছে।

এলাকাবাসী জানান, তাঁদের এলাকায় তিতাসের মূল পাইপলাইনের বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র। সেই ছিদ্র দিয়ে যখন গ্যাসের সরবরাহ না থাকে, তখন পাইপলাইনের ভেতরে পানি ঢুকে পড়ছে। প্রত্যেক গ্রাহকের বাড়ির পাইপলাইন পানিতে ভর্তি। তিতাসের অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

সরেজমিন ও খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের টানবাজার, কাশিপুর, ভোলাইল, হাটখোলা, বন্দর উপজেলার নবীগঞ্জ, নরসিংহপুরসহ জেলার বিভিন্ন স্থানে জ্বালানি গ্যাসের সংকট চলছে। ওই সব এলাকায় সকাল থেকে রাত অবধি তিতাস গ্যাসের পাইপলাইনে গ্যাস মিলছে না। বিষয়টি তিতাসকে গুরুত্ব দিয়ে সমাধান করা উচিত।

বাসাবাড়িতে গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকেরা। গ্যাস–সংকটের কারণে অনেকে বাধ্য হয়ে গ্যাস সিলিন্ডার ও কেরোসিনের স্টোভ ও লাকড়ি ব্যবহার করছেন। এতে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তিতাস গ্যাসকে বিল পরিশোধের পাশাপাশি অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।