ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন Logo গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট Logo ঢাকা কলেজে অনুষ্ঠিত হলো বেসিক মানবাধিকার বিষয়ক কর্মশালা Logo ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ৬ নির্দেশনা Logo আমীরে জামায়াতের  হার্টে ৪ ব্লক, শনিবার বাইপাস সার্জারি Logo শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধাদের ২ গ্রুপের সংঘর্ষ Logo আওয়ামি সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন Logo জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি আগামীকাল Logo রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

ঝালকাঠিতে ইয়বাসহ দুই কিশোর আটক

ঝালকাঠিতে ইয়বাসহ দুই কিশোর আটক

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই কিশোরকে আটক করেছে। বুধবার রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের বিকনা এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে একটি টিম বিকনা এলাকার হোল্ডিং নং-৪০৫, মৃত মোসলেম উদ্দিন মিয়ার বসতঘরে অভিযান চালায়। অভিযানকালে সেখান থেকে মোঃ নাফিউল ইসলাম তুর্য (১৫) নামের এক কিশোরকে আটক করা হয়। তার পরিহিত থ্রি কোয়ার্টার প্যান্টের পকেট থেকে একটি হলিউড ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়, যার ভেতরে লুকানো ছিল ৫০ পিস ইয়াবা।

আটকের পর জিজ্ঞাসাবাদে নাফিউল জানায়, অভিযানের সময় তার সঙ্গে আরও একজন কিশোর ছিল—মোস্তাফিজুর রহমান তনয় (১৭)। অভিযানের সময় তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে নাফিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই কলেজ মোড় এলাকা থেকে তনয়কে আটক করে ডিবি।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। স্থানীয় জনগণকেও এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ডিবি’র সংশ্লিষ্ট কর্মকর্তা।

সৈয়দ সজীব, ঝালকাঠি

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

ঝালকাঠিতে ইয়বাসহ দুই কিশোর আটক

আপডেট সময় ০৬:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই কিশোরকে আটক করেছে। বুধবার রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের বিকনা এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে একটি টিম বিকনা এলাকার হোল্ডিং নং-৪০৫, মৃত মোসলেম উদ্দিন মিয়ার বসতঘরে অভিযান চালায়। অভিযানকালে সেখান থেকে মোঃ নাফিউল ইসলাম তুর্য (১৫) নামের এক কিশোরকে আটক করা হয়। তার পরিহিত থ্রি কোয়ার্টার প্যান্টের পকেট থেকে একটি হলিউড ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়, যার ভেতরে লুকানো ছিল ৫০ পিস ইয়াবা।

আটকের পর জিজ্ঞাসাবাদে নাফিউল জানায়, অভিযানের সময় তার সঙ্গে আরও একজন কিশোর ছিল—মোস্তাফিজুর রহমান তনয় (১৭)। অভিযানের সময় তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে নাফিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই কলেজ মোড় এলাকা থেকে তনয়কে আটক করে ডিবি।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। স্থানীয় জনগণকেও এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ডিবি’র সংশ্লিষ্ট কর্মকর্তা।

সৈয়দ সজীব, ঝালকাঠি