ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির Logo সিভাসুতে বিচারহীনতার প্রতিবাদে মুখে লাল কাপড় পেঁচিয়ে অবস্থান কর্মসূচি Logo ‘প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে’ Logo ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন প্রত্যয় Logo ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত Logo সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে: আমীর খসরু Logo এদেশের মানুষ চাঁদাবাজদের সাথে আর জোট দেখতে চায় না-অধ্যক্ষ মোস্তফা কামাল Logo আগামীর শাসকদের হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ মাহমুদ Logo ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সিইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা Logo বিএনপির আয়োজনে ৫ আগস্ট বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে

নগর ভবনে ব্যাপক সংঘর্ষ-ভাঙচুর, আহত ১০

নগর ভবনে ব্যাপক সংঘর্ষ-ভাঙচুর, আহত ১০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ( ২৯ মে ) দুপুর ১২টার দিকে ডিএসসিসির জাতীয়তাবাদী শ্রমিক সংগঠন ও শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা ইশরাক হোসেনের চলমান আন্দোলনে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনে দুই পক্ষই অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছিল। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স অনুসারী কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

দুই পক্ষের সংঘর্ষের সময় নগর ভবনের বুড়িগঙ্গা হলে ব্যাপক ভাঙচুর চালায় তারা। চেয়ার টেবিল ভাঙচুর করেন। এ ঘটনার পর নগর ভবন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বলে জানা গেছে। প্রিন্স গ্রুপের প্রিন্স মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার মাথায় সেলাই দেয়া হয়েছে বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশনের কয়েকজন কর্মী জানিয়েছেন, ইশরাক ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনে আধিপত্য বিস্তার নিয়েই মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসব আন্দোলন ও সংঘর্ষের কারণে নগর ভবনের সাধারণ কর্মচারী কর্মকর্তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ইতোমধ্যেই জরুরি সকল কাজকর্ম বন্ধ রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির

নগর ভবনে ব্যাপক সংঘর্ষ-ভাঙচুর, আহত ১০

আপডেট সময় ০৬:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ( ২৯ মে ) দুপুর ১২টার দিকে ডিএসসিসির জাতীয়তাবাদী শ্রমিক সংগঠন ও শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা ইশরাক হোসেনের চলমান আন্দোলনে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনে দুই পক্ষই অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছিল। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স অনুসারী কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

দুই পক্ষের সংঘর্ষের সময় নগর ভবনের বুড়িগঙ্গা হলে ব্যাপক ভাঙচুর চালায় তারা। চেয়ার টেবিল ভাঙচুর করেন। এ ঘটনার পর নগর ভবন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বলে জানা গেছে। প্রিন্স গ্রুপের প্রিন্স মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার মাথায় সেলাই দেয়া হয়েছে বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশনের কয়েকজন কর্মী জানিয়েছেন, ইশরাক ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনে আধিপত্য বিস্তার নিয়েই মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসব আন্দোলন ও সংঘর্ষের কারণে নগর ভবনের সাধারণ কর্মচারী কর্মকর্তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ইতোমধ্যেই জরুরি সকল কাজকর্ম বন্ধ রয়েছে।