ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজধানীতে দুই দিনব্যাপী ফ্র্যাগরেন্স এক্সিবিশন শুরু শুক্রবার Logo ছন্দে থাকা ব্রাজিলকে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষা ঘুচালো জাপান Logo শিক্ষকদের আন্দোলনে জামায়াত, ইসলামী আন্দোলন সহ যেসব দল-সংগঠনের একাত্মতা প্রকাশ Logo মিরপুরে প্রিন্টিং কারখানায়ি ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৬ Logo দেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১ Logo নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার চেয়ে শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিস Logo আমরণ অনশনে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা Logo বাগেরহাটে যুবদল নেতাসহ ২ মৃতদেহ উদ্ধার Logo নির্বাচন কমিশনের নিন্দা জানিয়ে প্রজেকশন মিটিং স্থগিত করল শিবির সমর্থিত প্যানেল Logo মহিলা জামায়াত কর্মীদের ‘পেটানোর নির্দেশ’ বিএনপির নেতার

যে ১৬ জেলায় অতি ভারি বৃষ্টির পূর্বাভাস,থাকতে পারে দুই দিন

দেশের ১৬ জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ পূর্বাভাস দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে বরিশাল ও দুপুর ১টার পর থেকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে ভারি বৃষ্টি শুরুর আশংকা করা যাচ্ছে।

তিনি লেখেন, বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া মৌসুমি লঘুচাপের কারণে সৃষ্টি হওয়ার মেঘের অগ্রবর্তী অংশ আজ বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে প্রায় ৮টি বিভাগের ওপরে ছড়িয়ে পড়েছে ও ৮টি বিভাগের বিভিন্ন জেলার ওপরে বৃষ্টি শুরু হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলার ওপরে এখন পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি। আশংকা করা যাচ্ছে বিকেল ৪টার মধ্যে পুরো দেশের বৃষ্টির শুরু হবে। লঘু চাপের প্রভাবে পুরো দেশের ওপরে বৃষ্টি কমপক্ষে আজ ও আগামীকাল সারা দিন স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে।

তিনি আরও লেখেন, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলছে। এই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে দিনের সময় বৃদ্ধির সাথে-সাথে। আজ দুপুর ১২টার পর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে ভারি বৃষ্টি শুরুর আশংকা করা যাচ্ছে। আজ দুপুর ১২টার পর থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টির আশংকা করা যাচ্ছে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপরে।

পোস্টে মোস্তফা কামাল লেখেন, ভারি থেকে খুবই ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, শেরপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলার ওপরে। আজ দুপুর ১২টার পর থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা ও ফেনী জেলার ওপরে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে দুই দিনব্যাপী ফ্র্যাগরেন্স এক্সিবিশন শুরু শুক্রবার

যে ১৬ জেলায় অতি ভারি বৃষ্টির পূর্বাভাস,থাকতে পারে দুই দিন

আপডেট সময় ১১:৪৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

দেশের ১৬ জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ পূর্বাভাস দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে বরিশাল ও দুপুর ১টার পর থেকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে ভারি বৃষ্টি শুরুর আশংকা করা যাচ্ছে।

তিনি লেখেন, বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া মৌসুমি লঘুচাপের কারণে সৃষ্টি হওয়ার মেঘের অগ্রবর্তী অংশ আজ বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে প্রায় ৮টি বিভাগের ওপরে ছড়িয়ে পড়েছে ও ৮টি বিভাগের বিভিন্ন জেলার ওপরে বৃষ্টি শুরু হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলার ওপরে এখন পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি। আশংকা করা যাচ্ছে বিকেল ৪টার মধ্যে পুরো দেশের বৃষ্টির শুরু হবে। লঘু চাপের প্রভাবে পুরো দেশের ওপরে বৃষ্টি কমপক্ষে আজ ও আগামীকাল সারা দিন স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে।

তিনি আরও লেখেন, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলছে। এই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে দিনের সময় বৃদ্ধির সাথে-সাথে। আজ দুপুর ১২টার পর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে ভারি বৃষ্টি শুরুর আশংকা করা যাচ্ছে। আজ দুপুর ১২টার পর থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টির আশংকা করা যাচ্ছে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপরে।

পোস্টে মোস্তফা কামাল লেখেন, ভারি থেকে খুবই ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, শেরপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলার ওপরে। আজ দুপুর ১২টার পর থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা ও ফেনী জেলার ওপরে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।