ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও কোরআন তুলে দিল ছাত্রশিবির Logo বিএনপি জনগণকে ভয় পায় না: ডা. এজেডএম জাহিদ Logo বাংলাদেশে ধর্ম, জাতি ও গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না: ওয়াকার-উজ-জামান Logo প্রকল্পগুলোতে এক বছরে সাশ্রয় ৪৫ হাজার কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা Logo কুষ্টিয়ার কুমারখালীতে দুই সহস্রাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ Logo পদ্মার ভয়াল স্রোতে মুন্সিগঞ্জে নদীভাঙন, বিলীন ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান Logo চরফ্যাশনে শতাধিক এসএসসি শিক্ষার্থীদের এ-প্লাস সংবর্ধনা ছাত্রশিবির Logo প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন Logo বেলকুচিতে মেয়ের জামাইয়ের হাতে শশুর খুন

মাঠেই প্রাণ হারালেন ঘানার ফুটবলার

মাঠেই প্রাণ হারালেন ঘানার ফুটবলার

ফুটবল মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়। তবে বেশিরভাগই বেঁচে ফিরেন। কিন্তু ফিরতে পারলেন না ঘানার ফুটবলার রাফায়েল ডুয়ামেনা। মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৮বছর বয়সী এই ফুটবলার। খবরটি জানিয়েছে আলবেনিয়া ফুটবল ফেডারেশন (এএফএল)।

এর আগেও ২০২১ সালে অস্ট্রিয়াতে খেলার সময় মাঠে লুটিয়ে পড়েছিলেন ডুয়ামেনা। তবে যথাযথ চিকিৎসায় সে যাত্রায় বেঁচে ফিরেছেন তিনি। তখন তার তার হার্টের অপারেশন করে ‘স্বয়ংক্রিয় ডেফিব্রিলেটর’ বসানো হয়েছিল। তবে এবার আর ক্কিছুতেই কাজ হলো না।

জানা গেছে, শনিবার (১১ নভেম্বর) আলবেনিয়ার লিগে পার্টিজানির বিপক্ষে তার ক্লাব এগনাটিয়ার হয়ে মাঠে নেমেছিলেন ডুয়ামেনা। খেলার মাঝেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ডুয়ামেনার স্মরণে আলবেনিয়া ফুটবল ফেডারেশন লিগের এ সপ্তাহের সব ম্যাচ স্থগিত করেছে। ডুয়ামেনার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে সংস্থাটি, ‘খবরটি আলবেনিয়ার ফুটবলকে হতবাক করে দিয়েছে। ডুয়ামেনা পরিবার ও এগনাটিয়ার ক্লাবের প্রতি এএফএল গভীর সমবেদনা জানাচ্ছে।’

ডুয়ামেনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনও (জিএফএ)। এক বিবৃতিতে তারা বলেছে, ‘সে (ডুয়ামেনা) ভালোভাবে দেশকে সেবা দিয়ে গেছে এবং যখনই ঘানাকে প্রতিনিধিত্ব করেছে, সে তার যোগ্যতা দেখিয়েছে। ৯ গোল নিয়ে এবারের আলবেনিয়ান লিগে গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন ডুয়ামেনা। জাতীয় দল ঘানার হয়ে ৯ ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি।

 

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও কোরআন তুলে দিল ছাত্রশিবির

মাঠেই প্রাণ হারালেন ঘানার ফুটবলার

আপডেট সময় ১১:৫৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

ফুটবল মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়। তবে বেশিরভাগই বেঁচে ফিরেন। কিন্তু ফিরতে পারলেন না ঘানার ফুটবলার রাফায়েল ডুয়ামেনা। মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৮বছর বয়সী এই ফুটবলার। খবরটি জানিয়েছে আলবেনিয়া ফুটবল ফেডারেশন (এএফএল)।

এর আগেও ২০২১ সালে অস্ট্রিয়াতে খেলার সময় মাঠে লুটিয়ে পড়েছিলেন ডুয়ামেনা। তবে যথাযথ চিকিৎসায় সে যাত্রায় বেঁচে ফিরেছেন তিনি। তখন তার তার হার্টের অপারেশন করে ‘স্বয়ংক্রিয় ডেফিব্রিলেটর’ বসানো হয়েছিল। তবে এবার আর ক্কিছুতেই কাজ হলো না।

জানা গেছে, শনিবার (১১ নভেম্বর) আলবেনিয়ার লিগে পার্টিজানির বিপক্ষে তার ক্লাব এগনাটিয়ার হয়ে মাঠে নেমেছিলেন ডুয়ামেনা। খেলার মাঝেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ডুয়ামেনার স্মরণে আলবেনিয়া ফুটবল ফেডারেশন লিগের এ সপ্তাহের সব ম্যাচ স্থগিত করেছে। ডুয়ামেনার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে সংস্থাটি, ‘খবরটি আলবেনিয়ার ফুটবলকে হতবাক করে দিয়েছে। ডুয়ামেনা পরিবার ও এগনাটিয়ার ক্লাবের প্রতি এএফএল গভীর সমবেদনা জানাচ্ছে।’

ডুয়ামেনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনও (জিএফএ)। এক বিবৃতিতে তারা বলেছে, ‘সে (ডুয়ামেনা) ভালোভাবে দেশকে সেবা দিয়ে গেছে এবং যখনই ঘানাকে প্রতিনিধিত্ব করেছে, সে তার যোগ্যতা দেখিয়েছে। ৯ গোল নিয়ে এবারের আলবেনিয়ান লিগে গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন ডুয়ামেনা। জাতীয় দল ঘানার হয়ে ৯ ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি।