ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রতিষ্ঠাবার্ষিকী তে প্রকাশ্যে এলো পাবিপ্রবি ছাত্রশিবির Logo যশোরেও শেখ মুজিবের ম্যুরাল, ভাস্কর্য ও নামফলক ভাঙচুর Logo মধ্যরাতে ববির শিক্ষার্থীরা স্বৈরাচার শেখ হাসিনার নামফলক ভেঙে দিল Logo রাষ্ট্রে হাসিনা সরকারের দোসরদের থাকা কি ফ্যাসিবাদের চিহ্ন নয়? ফজল আনসারী Logo ‘হাসিনা তার প্রভু রাষ্ট্রে পালিয়ে গিয়ে দেশে গুপ্ত হামলা চালাচ্ছে’ Logo সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি Logo আজ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ Logo বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে মুজিবের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি Logo হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চিটাগাং কিংস Logo যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান

মাঠেই প্রাণ হারালেন ঘানার ফুটবলার

মাঠেই প্রাণ হারালেন ঘানার ফুটবলার

ফুটবল মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়। তবে বেশিরভাগই বেঁচে ফিরেন। কিন্তু ফিরতে পারলেন না ঘানার ফুটবলার রাফায়েল ডুয়ামেনা। মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৮বছর বয়সী এই ফুটবলার। খবরটি জানিয়েছে আলবেনিয়া ফুটবল ফেডারেশন (এএফএল)।

এর আগেও ২০২১ সালে অস্ট্রিয়াতে খেলার সময় মাঠে লুটিয়ে পড়েছিলেন ডুয়ামেনা। তবে যথাযথ চিকিৎসায় সে যাত্রায় বেঁচে ফিরেছেন তিনি। তখন তার তার হার্টের অপারেশন করে ‘স্বয়ংক্রিয় ডেফিব্রিলেটর’ বসানো হয়েছিল। তবে এবার আর ক্কিছুতেই কাজ হলো না।

জানা গেছে, শনিবার (১১ নভেম্বর) আলবেনিয়ার লিগে পার্টিজানির বিপক্ষে তার ক্লাব এগনাটিয়ার হয়ে মাঠে নেমেছিলেন ডুয়ামেনা। খেলার মাঝেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ডুয়ামেনার স্মরণে আলবেনিয়া ফুটবল ফেডারেশন লিগের এ সপ্তাহের সব ম্যাচ স্থগিত করেছে। ডুয়ামেনার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে সংস্থাটি, ‘খবরটি আলবেনিয়ার ফুটবলকে হতবাক করে দিয়েছে। ডুয়ামেনা পরিবার ও এগনাটিয়ার ক্লাবের প্রতি এএফএল গভীর সমবেদনা জানাচ্ছে।’

ডুয়ামেনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনও (জিএফএ)। এক বিবৃতিতে তারা বলেছে, ‘সে (ডুয়ামেনা) ভালোভাবে দেশকে সেবা দিয়ে গেছে এবং যখনই ঘানাকে প্রতিনিধিত্ব করেছে, সে তার যোগ্যতা দেখিয়েছে। ৯ গোল নিয়ে এবারের আলবেনিয়ান লিগে গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন ডুয়ামেনা। জাতীয় দল ঘানার হয়ে ৯ ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি।

 

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকী তে প্রকাশ্যে এলো পাবিপ্রবি ছাত্রশিবির

মাঠেই প্রাণ হারালেন ঘানার ফুটবলার

আপডেট সময় ১১:৫৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

ফুটবল মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়। তবে বেশিরভাগই বেঁচে ফিরেন। কিন্তু ফিরতে পারলেন না ঘানার ফুটবলার রাফায়েল ডুয়ামেনা। মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৮বছর বয়সী এই ফুটবলার। খবরটি জানিয়েছে আলবেনিয়া ফুটবল ফেডারেশন (এএফএল)।

এর আগেও ২০২১ সালে অস্ট্রিয়াতে খেলার সময় মাঠে লুটিয়ে পড়েছিলেন ডুয়ামেনা। তবে যথাযথ চিকিৎসায় সে যাত্রায় বেঁচে ফিরেছেন তিনি। তখন তার তার হার্টের অপারেশন করে ‘স্বয়ংক্রিয় ডেফিব্রিলেটর’ বসানো হয়েছিল। তবে এবার আর ক্কিছুতেই কাজ হলো না।

জানা গেছে, শনিবার (১১ নভেম্বর) আলবেনিয়ার লিগে পার্টিজানির বিপক্ষে তার ক্লাব এগনাটিয়ার হয়ে মাঠে নেমেছিলেন ডুয়ামেনা। খেলার মাঝেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ডুয়ামেনার স্মরণে আলবেনিয়া ফুটবল ফেডারেশন লিগের এ সপ্তাহের সব ম্যাচ স্থগিত করেছে। ডুয়ামেনার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে সংস্থাটি, ‘খবরটি আলবেনিয়ার ফুটবলকে হতবাক করে দিয়েছে। ডুয়ামেনা পরিবার ও এগনাটিয়ার ক্লাবের প্রতি এএফএল গভীর সমবেদনা জানাচ্ছে।’

ডুয়ামেনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনও (জিএফএ)। এক বিবৃতিতে তারা বলেছে, ‘সে (ডুয়ামেনা) ভালোভাবে দেশকে সেবা দিয়ে গেছে এবং যখনই ঘানাকে প্রতিনিধিত্ব করেছে, সে তার যোগ্যতা দেখিয়েছে। ৯ গোল নিয়ে এবারের আলবেনিয়ান লিগে গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন ডুয়ামেনা। জাতীয় দল ঘানার হয়ে ৯ ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি।