ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা: সন্তানদের সম্পদের নোটিশ Logo মুন্সীগঞ্জে মাদক কেনার টাকা না দেওয়ায় মাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড Logo দেশের অরাজক পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় অন্তর্বতী সরকারের- রাকিব Logo ভালুকায় মা সহ দুই মেয়েকে জবাই করে হত্যা Logo সড়কের বেহাল দশা, লক্ষ্মীপুরের স্থানীয়রা পড়েছেন প্রকৌঁশলীর গায়েবানা জানাজা Logo অযৌক্তিক ধর্মঘট নিয়ে প্রতিবাদ করায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ Logo বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের Logo ‘মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভে জামায়াত-শিবিরকে হুঁশিয়ারি Logo ঢাবির হলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা এক শিক্ষার্থীর Logo চাঁদাবাজির মামলায় মৌলভীবাজারে বিএনপি নেতা কারাগারে

ঈদযাত্রায় কালোবাজারি ঠেকাতে একযোগে অভিযান, ২ রেলস্টেশনে মিললো অনিয়ম

ঢাকাভয়েজ ডেক্স: ঈদুল আজহা উপলক্ষে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, যাত্রী হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর কমলাপুরসহ আটটি রেলস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযানে ময়মনসিংহ রেলস্টেশনে কালোবাজারির টিকিট জব্দ করা হয়েছে। তাছাড়া অব্যবস্থাপনার কারণে রংপুর রেলস্টেশনের দায়িত্বশীলদের সতর্ক করা হয়।

বুধবার (২৮ মে) বেলা সাড়ে ১১টা থেকে একযোগে এসব স্টেশনে অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

অভিযান চালানো বাকি স্টেশন হলো- কমলাপুর রেলস্টেশনের প্রধান কার্যালয়, চট্টগ্রাম রেলস্টেশন, রংপুর রেলস্টেশন, রাজশাহী রেল স্টেশন, ময়মনসিংহ রেলস্টেশন, জামালপুর রেলস্টেশন, সিলেট রেলস্টেশন ও দিনাজপুর রেলস্টেশন।

দুদক কর্মকর্তা আকতারুল বলেন, সম্প্রতি রেলের টিকিট কালোবাজারি নিয়ে দুদকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন জেলায় দুদকের সমন্বিত কার্যালয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে দুদকের বিভিন্ন কার্যালয় থেকে আটটি অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় কমিশন। এর পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালানো হয়।

তিনি বলেন, টিকিট কালোবাজারির বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে কমিশন। ঈদের আগে ও পরে দুদক এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এর সঙ্গে কারও সম্পৃক্ততা পেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ১ কোটি ১৪ লাখ ‘হিট’ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ১ কোটি ১৪ লাখ ‘হিট’
অভিযান শেষে মো. শাওন মিয়া বলেন, স্টেশনের পরিচ্ছন্নতার পরিবেশ খুবই নাজুক। ঈদকে কেন্দ্র করে যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীদের স্বাস্থ্যঝুঁকি রোধে দ্রুত ব্যবস্থা নিতে স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা রক্ষায় দায়িত্বরত কর্মীদের গাফিলতি পাওয়া গেছে।

রংপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট শংকর গাঙ্গুগুলী বলেন, দুদকের টিম টিকিট কালোবাজারির কোনো সরাসরি প্রমাণ পায়নি। তবে স্টেশনের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে দুদক কর্মকর্তারা আমাদের অবগত করেছেন। ঢাকাভয়েজ২৪/সাদিক

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা: সন্তানদের সম্পদের নোটিশ

ঈদযাত্রায় কালোবাজারি ঠেকাতে একযোগে অভিযান, ২ রেলস্টেশনে মিললো অনিয়ম

আপডেট সময় ০৬:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

ঢাকাভয়েজ ডেক্স: ঈদুল আজহা উপলক্ষে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, যাত্রী হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর কমলাপুরসহ আটটি রেলস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযানে ময়মনসিংহ রেলস্টেশনে কালোবাজারির টিকিট জব্দ করা হয়েছে। তাছাড়া অব্যবস্থাপনার কারণে রংপুর রেলস্টেশনের দায়িত্বশীলদের সতর্ক করা হয়।

বুধবার (২৮ মে) বেলা সাড়ে ১১টা থেকে একযোগে এসব স্টেশনে অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

অভিযান চালানো বাকি স্টেশন হলো- কমলাপুর রেলস্টেশনের প্রধান কার্যালয়, চট্টগ্রাম রেলস্টেশন, রংপুর রেলস্টেশন, রাজশাহী রেল স্টেশন, ময়মনসিংহ রেলস্টেশন, জামালপুর রেলস্টেশন, সিলেট রেলস্টেশন ও দিনাজপুর রেলস্টেশন।

দুদক কর্মকর্তা আকতারুল বলেন, সম্প্রতি রেলের টিকিট কালোবাজারি নিয়ে দুদকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন জেলায় দুদকের সমন্বিত কার্যালয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে দুদকের বিভিন্ন কার্যালয় থেকে আটটি অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় কমিশন। এর পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালানো হয়।

তিনি বলেন, টিকিট কালোবাজারির বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে কমিশন। ঈদের আগে ও পরে দুদক এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এর সঙ্গে কারও সম্পৃক্ততা পেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ১ কোটি ১৪ লাখ ‘হিট’ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ১ কোটি ১৪ লাখ ‘হিট’
অভিযান শেষে মো. শাওন মিয়া বলেন, স্টেশনের পরিচ্ছন্নতার পরিবেশ খুবই নাজুক। ঈদকে কেন্দ্র করে যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীদের স্বাস্থ্যঝুঁকি রোধে দ্রুত ব্যবস্থা নিতে স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা রক্ষায় দায়িত্বরত কর্মীদের গাফিলতি পাওয়া গেছে।

রংপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট শংকর গাঙ্গুগুলী বলেন, দুদকের টিম টিকিট কালোবাজারির কোনো সরাসরি প্রমাণ পায়নি। তবে স্টেশনের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে দুদক কর্মকর্তারা আমাদের অবগত করেছেন। ঢাকাভয়েজ২৪/সাদিক