ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাটোরে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা Logo সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন Logo আগামীর কর্মপরিকল্পনা নিয়ে জুলাই মঞ্চ লক্ষ্মীপুরের আলোচনা সভা Logo আগামীর সংবিধানে ইসলামী শ্রমনীতি অন্তর্ভুক্তির বিকল্প নেই Logo চাঁদা না পেয়ে গাজীপুরের পোশাক শ্রমিককে পেটাল ছাত্রদল নেতা Logo সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি Logo আসন্ন নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্ত রূপ দেবে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সাংবাদিক তুহিন হত্যায় ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক ও নিন্দা Logo গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা, এখন পর্যন্ত গ্রেপ্তার ৭ Logo ‘বিএনপি ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু করবে’-আলী নেওয়াজ

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’প্রধান অতিথি তারেক রহমান

ঢাকাভয়েজ ডেক্স: বিএনপির তিন প্রধান অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আজ বুধবার (২৮ মে) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীসহ সমর্থকরা।

এই সমাবেশের মাধ্যমে বিএনপির তরুণরা রাজনৈতিক মাঠে নিজেদের সক্রিয়তা ও উপস্থিতির বার্তা দিতে চায়। দলটির তিনটি সংগঠনই গত কয়েক মাস ধরে সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমের পাশাপাশি মাঠে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছে। তাদের মতে, তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই আয়োজন এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না মঙ্গলবার বলেছেন, এই সমাবেশ আমাদের তরুণদের ঐক্য, স্বপ্ন এবং শক্তির প্রতিচ্ছবি। আমরা আশা করছি, ১৫ লাখের বেশি মানুষ অংশ নেবেন। তারা রাজপথেই তাদের অবস্থান জানাবেন।

সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর ২টায়। নয়াপল্টনের বিএনপি কার্যালয়-সংলগ্ন এলাকায় অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের জন্য রয়েছে আবাসন ও খাবারের ব্যবস্থাও রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, প্রায় এক সপ্তাহ ধরে মাঠ পর্যায়ে সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়া হয়েছে।

বিএনপির সিনিয়র নেতারা এই সমাবেশে উপস্থিত থাকবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তৃতা দেবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সমাবেশে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা সরাসরি বক্তব্য রাখবেন।

ঢাকা মহানগর পুলিশ সমাবেশস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করেছে। পাশাপাশি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলে জানা গেছে।

 

ঢাকাভয়েজ২৪/সাদিক

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নাটোরে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’প্রধান অতিথি তারেক রহমান

আপডেট সময় ০৩:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

ঢাকাভয়েজ ডেক্স: বিএনপির তিন প্রধান অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আজ বুধবার (২৮ মে) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীসহ সমর্থকরা।

এই সমাবেশের মাধ্যমে বিএনপির তরুণরা রাজনৈতিক মাঠে নিজেদের সক্রিয়তা ও উপস্থিতির বার্তা দিতে চায়। দলটির তিনটি সংগঠনই গত কয়েক মাস ধরে সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমের পাশাপাশি মাঠে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছে। তাদের মতে, তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই আয়োজন এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না মঙ্গলবার বলেছেন, এই সমাবেশ আমাদের তরুণদের ঐক্য, স্বপ্ন এবং শক্তির প্রতিচ্ছবি। আমরা আশা করছি, ১৫ লাখের বেশি মানুষ অংশ নেবেন। তারা রাজপথেই তাদের অবস্থান জানাবেন।

সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর ২টায়। নয়াপল্টনের বিএনপি কার্যালয়-সংলগ্ন এলাকায় অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের জন্য রয়েছে আবাসন ও খাবারের ব্যবস্থাও রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, প্রায় এক সপ্তাহ ধরে মাঠ পর্যায়ে সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়া হয়েছে।

বিএনপির সিনিয়র নেতারা এই সমাবেশে উপস্থিত থাকবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তৃতা দেবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সমাবেশে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা সরাসরি বক্তব্য রাখবেন।

ঢাকা মহানগর পুলিশ সমাবেশস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করেছে। পাশাপাশি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলে জানা গেছে।

 

ঢাকাভয়েজ২৪/সাদিক