বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পলাশ ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) রাত পৌনে ১১টার দিকে শহরের নবাববাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পলাশ ইসলাম শহরের বৃন্দাবনপাড়া উত্তরপাড়া এলাকার মৃত নুর আলম টুকুর ছেলে। তিনি রুহানী হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। একইসঙ্গে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিমুল হত্যা মামলার আসামিও বলে জানিয়েছে পুলিশ।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৩ সালের ৩১ জানুয়ারি বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় আবু রুহানী (অনার্স তৃতীয় বর্ষ) খুন হন। পরে তার পরিবার সদর থানায় হত্যা মামলা করে, যা পরবর্তীতে তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরও বলেন, পলাশ ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে নবাববাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে বুধবার (২৮ মে) আদালতে পাঠানো হবে।