ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাবনায় নার্সিং শিক্ষার্থীদের ১ দফা দাবি এবং আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কটের ডাক Logo রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর Logo র‍্যাব পুনর্গঠনে কমিটি গঠন করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনীঃ পানিসম্পদ উপদেষ্টা Logo বাজেট না বাড়লে যমুনা অভিমুখে লং মার্চ: জবি শিক্ষক শিক্ষার্থীদের হুঁশিয়ারি Logo আ.লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি Logo পিলখানা হত্যাকাণ্ড: আরও ৪০ জন দণ্ডপ্রাপ্ত আসামির জামিন Logo ৯০ দিনের জন্য ১১৫ শতাংশ শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন Logo হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী পাঁচ অভিযোগ Logo সিভিল সার্জনরা মন থেকে চাইলে সেবার মান ২৫ শতাংশ উন্নতি সম্ভব : প্রধান উপদেষ্টা

গাইবান্ধায় হাত-পায়ের রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা

গাইবান্ধায় হাত-পায়ের রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা

গাইবান্ধায় জাহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখা মারা ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা হামলা করে এ হত্যাকাণ্ড ঘটায়। এসময় দুর্বৃত্তদের হামলায় আরও একজন গুরুতর আহত হন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে। তিনি সোনারায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় রাত সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেলযোগে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ও কবির মিয়া বামনডাঙ্গা থেকে সুন্দরগঞ্জের বাড়িতে ফিরছিলেন। পথে শাখা মারা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে কতিপয় দুর্বৃত্ত রশি টেনে মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় ধারালো ছুরি দিয়ে জাহিদুলের হাত-পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। সঙ্গে থাকা অপর নেতা কবিরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় জাহিদুল ও কবিরকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে জাহিদুল ইসলামকে চিকিৎসক রমেক ( রংপুর মেডিক্যাল কলেজ) হাসপাতালে রেফার্ড করেন। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রাত পৌনে তিনটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫ টায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় জাহিদুল ইসলাম নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

জনপ্রিয় সংবাদ

পাবনায় নার্সিং শিক্ষার্থীদের ১ দফা দাবি এবং আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কটের ডাক

গাইবান্ধায় হাত-পায়ের রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা

আপডেট সময় ১১:৩১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

গাইবান্ধায় জাহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখা মারা ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা হামলা করে এ হত্যাকাণ্ড ঘটায়। এসময় দুর্বৃত্তদের হামলায় আরও একজন গুরুতর আহত হন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে। তিনি সোনারায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় রাত সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেলযোগে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ও কবির মিয়া বামনডাঙ্গা থেকে সুন্দরগঞ্জের বাড়িতে ফিরছিলেন। পথে শাখা মারা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে কতিপয় দুর্বৃত্ত রশি টেনে মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় ধারালো ছুরি দিয়ে জাহিদুলের হাত-পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। সঙ্গে থাকা অপর নেতা কবিরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় জাহিদুল ও কবিরকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে জাহিদুল ইসলামকে চিকিৎসক রমেক ( রংপুর মেডিক্যাল কলেজ) হাসপাতালে রেফার্ড করেন। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রাত পৌনে তিনটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫ টায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় জাহিদুল ইসলাম নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।