প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমারা আশা করব, প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন।
আজ মঙ্গলবার ( ২৭ মে ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সচিবালয়ে সরকারি চাকরিজীবীদের বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সরকারি চাকরিজীবীদের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট। সরকারি চাকরিজীবীদের কোনো চাওয়া থাকলে তা সচিবদের কমিটির কাছে জানাতেই পারেন। কিন্তু আমরা আশা করব, প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী কিছু বিধান পুনর্বিন্যাসের মাধ্যমে সরকারি কর্মচারীদের চাকরি নিরাপত্তা ও পদোন্নতির বিষয়ে পরিবর্তন আনা হয়েছে, যা নিয়ে সরকারি বিভিন্ন দফতরের কর্মচারীরা অসন্তোষ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন।
শনিবার (২৪ মে) থেকে সচিবালয়ে বিক্ষোভ করছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। আন্দোলন শুরু হওয়ার পর সচিবালয়ে প্রবেশে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। কর্মকর্তা কর্মচারী ছাড়া দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সচিবালয়ে মঙ্গলবার (২৭ মে) সাংবাদিকদের প্রবেশও বন্ধ করে দেয়া হয়েছে।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বুধবারের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।