ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন Logo গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট Logo ঢাকা কলেজে অনুষ্ঠিত হলো বেসিক মানবাধিকার বিষয়ক কর্মশালা Logo ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ৬ নির্দেশনা Logo আমীরে জামায়াতের  হার্টে ৪ ব্লক, শনিবার বাইপাস সার্জারি Logo শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধাদের ২ গ্রুপের সংঘর্ষ Logo আওয়ামি সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন Logo জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি আগামীকাল Logo রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

“নির্বাচনের রোডম্যাপের জন্য যারা হতাশ, তারা সন্ত্রাস-চাঁদাবাজে হতাশ নয়”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নির্বাচনের রোডম্যাপের জন্য যারা হতাশ; তারা সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাটে হতাশ নয়। এমনকি নিজ দলের নেতাকর্মীরা একে-অপরকে হত্যা করছে সেটা দেখেও তারা হতাশ হয় না।

মঙ্গলবার মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম ঢাকা মহানগরীর দক্ষিণের সক্রিয় সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যারা জনগণের জন্য রাজনীতি করে তারা জনভোগান্তি সৃষ্টি করতে পারে না উল্লেখ করে ড. মাসুদ বলেন, জামায়াতে ইসলামী যমুনা ঘেরাও করে কিংবা রাস্তা বন্ধ করে এটিএম আজহারুল ইসলামকে মুক্ত না করে আইনের মাধ্যমেই মুক্ত করেছে। অন্যদের চেয়ে জামায়াতে ইসলামী আরো বেশি জনশক্তি নিয়ে যমুনা ঘেরাও করতে পারতো। রাস্তা বন্ধ করে দেশবাসীর ভোগান্তি সৃষ্টি করতে পারতো। কিন্তু জামায়াতে ইসলামী সেটি করেনি কারণ জামায়াতে ইসলামী জনগণের জন্য রাজনীতি করে।

তিনি আরো বলেন, মজলুম জননেতা মাওলানা এটিএম আজহারুল ইসলামের আপিল আদেশের মাধ্যমে প্রমাণ হয়েছে জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূণ্য করতে দলের শীর্ষ নেতৃবৃন্দকে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের নামে সাজানো মামলায় ফরমায়েসী রায়ে বিচারিক হত্যা করা হয়েছে। যেখানে দেশের সর্বোচ্চ আদালত আজ স্বীকার করেছে ঐ বিচারের মাধ্যমে ন্যায় ভ্রষ্ট হয়েছে।

এমনকি দেশের সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা তার লেখা বইতেও স্বীকারোক্তি দিয়েছেন, জামায়াতের কোন নেতা মানবতাবিরোধী অপরাধ করেনি, কোন নেতা রাজাকার ছিলেন না। জামায়াত নেতাদের পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ঐ বিচার করা হয়েছে। আগামীতে জনগণ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দিলে সবার আগে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে ড. মাসুদ বলেন, কেবলমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বৈষম্যমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব হবে। তাই একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশবাসীকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি মো. রিপন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট ফোরামে দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

“নির্বাচনের রোডম্যাপের জন্য যারা হতাশ, তারা সন্ত্রাস-চাঁদাবাজে হতাশ নয়”

আপডেট সময় ০৯:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নির্বাচনের রোডম্যাপের জন্য যারা হতাশ; তারা সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাটে হতাশ নয়। এমনকি নিজ দলের নেতাকর্মীরা একে-অপরকে হত্যা করছে সেটা দেখেও তারা হতাশ হয় না।

মঙ্গলবার মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম ঢাকা মহানগরীর দক্ষিণের সক্রিয় সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যারা জনগণের জন্য রাজনীতি করে তারা জনভোগান্তি সৃষ্টি করতে পারে না উল্লেখ করে ড. মাসুদ বলেন, জামায়াতে ইসলামী যমুনা ঘেরাও করে কিংবা রাস্তা বন্ধ করে এটিএম আজহারুল ইসলামকে মুক্ত না করে আইনের মাধ্যমেই মুক্ত করেছে। অন্যদের চেয়ে জামায়াতে ইসলামী আরো বেশি জনশক্তি নিয়ে যমুনা ঘেরাও করতে পারতো। রাস্তা বন্ধ করে দেশবাসীর ভোগান্তি সৃষ্টি করতে পারতো। কিন্তু জামায়াতে ইসলামী সেটি করেনি কারণ জামায়াতে ইসলামী জনগণের জন্য রাজনীতি করে।

তিনি আরো বলেন, মজলুম জননেতা মাওলানা এটিএম আজহারুল ইসলামের আপিল আদেশের মাধ্যমে প্রমাণ হয়েছে জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূণ্য করতে দলের শীর্ষ নেতৃবৃন্দকে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের নামে সাজানো মামলায় ফরমায়েসী রায়ে বিচারিক হত্যা করা হয়েছে। যেখানে দেশের সর্বোচ্চ আদালত আজ স্বীকার করেছে ঐ বিচারের মাধ্যমে ন্যায় ভ্রষ্ট হয়েছে।

এমনকি দেশের সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা তার লেখা বইতেও স্বীকারোক্তি দিয়েছেন, জামায়াতের কোন নেতা মানবতাবিরোধী অপরাধ করেনি, কোন নেতা রাজাকার ছিলেন না। জামায়াত নেতাদের পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ঐ বিচার করা হয়েছে। আগামীতে জনগণ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দিলে সবার আগে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে ড. মাসুদ বলেন, কেবলমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বৈষম্যমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব হবে। তাই একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশবাসীকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি মো. রিপন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট ফোরামে দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।