কুষ্টিয়ায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মাসুদ মোল্লাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার কুষ্টিয়া থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, আমরা আটকের খবরটি শুনেছি। তবে কারা কবে কোথা থেকে আটক করেছে সে বিষয়ে জানি না। আমরাও জানার চেষ্টা করছি। এ অভিযানে পুলিশ অংশগ্রহণ করেনি।
এ বিষয়ে আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর।
নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তাঁর নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন-জখমের ঘটনাও ঘটেছে।