নরসিংদী রেলওয়ে স্টেশনে আগামী জুন মাসের ১ তারিখ থেকে ৩টি আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফলে নরসিংদীবাসী সহজেই এই তিনটি ট্রেন ভ্রমণ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেনের গত ২৬ মে স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানা যায়। পত্রটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপককে দেওয়া হয়েছে।
পত্রে বলা হয়, নরসিংদী রেলওয়ে স্টেশনে আপ মহানগর গোধুলী (৭০৩), ডাউন মহানগর প্রভাতী (৭০৪) এবং ডাউন উপবন এক্সপ্রেস (৭৪০) ট্রেন ২ মিনিট যাত্রাবিরতির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত হয়েছে, যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে। এ বিষয়ে দ্রুত ট্রেনের সিট অ্যালোকেশন ও টিকিট বিক্রির বিষয়ে সিসিএম (পূর্ব) ব্যবস্থা গ্রহণ করবেন।
আরো বলা হয়, এমতাবস্থায় নরসিংদী রেলওয়ে স্টেশনে ৭০৩, ৭০৪ এবং ৭৪০ নম্বর ট্রেন যাত্রাবিরতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ট্রেনগুলো নরসিংদী স্টেশনে যাত্রাবিরতির সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো,
চট্টগ্রামগামী মহানগর প্রভাতি(৭০৪)সকাল ০৮:৫১, ঢাকাগামী মহানগর গোধুলী (৭০৩) রাত ০৭:৩৬ ও ঢাকাগামী উপবন এক্সপ্রেস (৭৪০) ভোর ০৪:৩৪।