বগুড়া শাজাহানপুরের ১২ নভেম্বর রবিবার সকাল ৬.৩০ ঘটিকায় নয়মাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে জামায়াতে ইসলামী।
এতে জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা সেক্রেটারির মাওলানা শহিদুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অবস্থান নেয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন,সরকারপ্রধান বিরোধীদলের নেতাকর্মীদের আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিয়ে সহিংসতা উস্কে দিয়েছেন। বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিকে সহিংস করে তুলতেই তিনি এমন নির্দেশ দিয়েছেন। আর অবিলম্বে জনগণের দাবি মেনে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানাচ্ছি।