সরকারি তিতুমীর কলেজে সাংবাদিকদের ওপর ছাত্রদলের বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান পৃথক বিবৃতিতে এই হামলার নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জানা গেছে, কলেজের সিট বরাদ্দ সংক্রান্ত দাবিতে আন্দোলনরত ছাত্রদের পক্ষে সোমবার সকালে সরকারি তিতুমীর কলেজে অবস্থান কর্মসূচি চলছিল। এ সময় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা চালায় একদল উচ্ছৃঙ্খল ছাত্র। তারা সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা ছিনিয়ে নেয় এবং নারী সাংবাদিকদের হেনস্তা করে।
হামলার শিকার হন এটিএন নিউজের প্রতিনিধি মুনতাসির রাব্বি, ডেটলাইন ক্যাম্পাসের প্রতিনিধি আব্দুল্লাহ আল মুনিম, এশিয়ান টিভির প্রতিনিধি মাহমুদ আজহার, রাইজিংবিডির প্রতিনিধি সহ আরও অনেকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা পরিকল্পিতভাবে সাংবাদিকদের ঘিরে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ভিডিও করা মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।
এমআরএর সভাপতি ফখরুল ইসলাম বলেন, “এই ঘটনা শুধু সাংবাদিকদের নিরাপত্তার জন্য নয়, মুক্ত সাংবাদিকতার জন্যও বড় হুমকি। আমরা চাই দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক।”
সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলেন, “যে বা যারা এই হামলায় জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়বে। হামলাকারীদের চিহ্নিত করতে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”