বিএনপির কথাবার্তা ও কর্মকরণে আওয়ামী লীগের মতো আচরণের মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
সোমবার (২৬ মে) দলের এক সমাবেশে তিনি বলেন, “বিএনপির অনেক নেতার কথাবার্তা ও কাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে হুবহু মিলে যায়। রাজাকার-মৌলবাদী বলার যে মুখস্থ বক্তব্য আওয়ামী লীগ দিত, এখন সেই কথাই বলছে বিএনপি।”
তিনি বিএনপি নেতা গয়েশ্বর রায়কে নিয়ে বলেন, “আমি মনে করি তিনি ‘র’-এর দালাল। তার কথাবার্তা ও অবস্থান তা-ই ইঙ্গিত দেয়।”
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে চাঁদাবাজি করত, দুর্নীতি করত আজ দেখছি একটা দল সেই একই কাজ করছে। আমরা দুর্নীতিযুক্ত দেশ দেখতে চাই না, দুর্নীতিমুক্ত দেশ দেখতে চাই।
আমরা চাঁদামুক্ত দেশ দেখতে চাই, চাঁদা দেওয়ার জন্য মানুষ এ দেশ স্বাধীন করেনি। সতর্ক করে তিনি বলেন, ‘যদি জনগণের সঙ্গে গাদ্দারি করেন, যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, দিল্লির প্রেসক্রিপশন অনুসারে আন্দোলন করেন; তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শিক্ষা দেবে, যে শিক্ষা দুনিয়ার কেউ দেখেনি।’
শায়েখে চরমোনাই বলেন, ‘১৯৯৬ ও ২০২৫ এক সময় নয়, এক অবস্থানও নয়। বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে।
তারা নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করতে চায়। তারা দিল্লির গোলামি করতে চায় না। তারা দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায়।’ তিনি বলেন, ‘নৌকা নিয়ে যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। যারা ধানের শীষের নির্বাচন করে তারা ধান কাটতে পারে না।
লাঙল নিয়ে যারা নির্বাচন করে তারা জমি চাষাবাদ করতে পারে না। এরা ধোঁকাবাজ।’