মুন্সিগঞ্জে বিভিন্ন থানায় বিগত আওয়ামীলীগ সরকার আমলে সরকার বিরোধীদের বিরুদ্ধে দায়েরকৃত ৪৭টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে সরকার ১৮৯৮ সনের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় মুন্সিগঞ্জের এসব মামলা প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানায়।
রবিবার ( ২৫ মে ) সন্ধ্যায় মুন্সীগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো: হালিম হোসেন মুন্সীগঞ্জের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া মামলার মধ্যে সিরাজদিখান থানায় ১৭টি, সদর থানায় ১৬টি, গজারিয়া থানায় -৩টি, শ্রীনগরের-৪ টি, লৌহজয়ে ৪টি, পদ্মাসেতু উত্তর থানায় ২টি ও টংগিবাড়ী থানায় ১টি রয়েছে।
এডভোকেট মো: হালিম হোসেন জানান, বিগত সরকারের সময় ২০০৯ থেকে ২০২৪এ আওয়ামীলীগ ক্ষমতায় থাকা পর্যন্ত এসব মামলা হয়েছিলো। বিরোধীমত দমনে বিস্ফোরক আইন,নির্বাচনী সহিংসতা সংক্রান্ত মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও গায়েবি এসব মামলা করা হয়েছিলো। মামলায় গুলোতে সরকারি বিরোধী বিভিন্ন দলের কয়েক হাজার নেতাকর্মী আসামী করা হয়েছিলো। বিষয়টি নিয়ে অনেক দিন ধরে কাজ চলছিলো। গত ৭এপ্রিল মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। তবে সেটি আমাদের হাতে রবিবার ২৫মে পৌছায় ।
তিনি আরো বলেন, এখন জেলা প্রশাসক কার্যলয় থেকে আমাদের কাছে এ আদেশটি ফরোয়ার্ড করা হলে সংশ্লিষ্ট আদালতে বিষয়টি অবগত করে মামলা গুলোর বিষয়ে সরকারি সিদ্ধান্ত জ্ঞাত করা হবে।
আরো রাজনৈতিক মামলা নিষ্পত্তি হবে উল্লেখ্য পিপি মো: হালিম হোসেন বলের, ইতিমধ্যে আবেদনের পরেও বিজ্ঞ আদালত থেকে কয়েকটি মামলায় বেশকিছু আসামি খালাস প্রাপ্ত হয়েছে। আরো কিছু আবেদন আছে যা আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচাই-বাছাই অন্তে নিষ্পত্তি করবে বলে আশাকরি।