গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের বিরুদ্ধে চালানো অভিযানে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সূত্র ধরে স্থানীয় বিএনপির দুই নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
রোববার (২৫ মে) রাতে সুন্দরগঞ্জ থানার পুলিশ তারাপুর ইউনিয়নের লাটশালা গ্রাম থেকে হাসান শেখ (৪৬) এবং রংপুরের পীরগাছা উপজেলার মকরমপুর গ্রাম থেকে আলম মিয়া (৩৮) কে গ্রেপ্তার করে। দুজনই চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির সঙ্গে সুন্দরগঞ্জ পৌরসভা কৃষক দল বিএনপির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম শহিদ এবং তারাপুর ইউনিয়ন শ্রমিক দল বিএনপির সাধারণ সম্পাদক মো. রিপন মিয়ার জড়িত থাকার তথ্য উঠে আসে। তাদের কাজ ছিল চুরি করা মোটরসাইকেল বিক্রিতে সহায়তা করা।
চোর চক্রটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধা জেলা শ্রমিক দল তাৎক্ষণিকভাবে রিপন মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে।
অভিযানের সময় আসামিদের হেফাজত থেকে রেজিস্ট্রেশনবিহীন দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক তিন লক্ষ টাকা।
এ ঘটনায় সোমবার (২৬ মে) সুন্দরগঞ্জ থানায় এফআইআর নং-৪০ অনুযায়ী পেনাল কোড ১৮৬০-এর ৩৭৯/৪১১/৪১৩ ধারায় মামলা (জিআর নং-১৭৮/২০২৫) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”