ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি Logo “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তানের সব উপকার ভুলে গেছে আফগানিস্তান” Logo বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সকল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

সচিবালয়ে আন্দোলনকারীদের নতুন অধ্যাদেশ অনুযায়ী বরখাস্তের দাবি-ৈএনসিপির নেতার

সচিবালয়ে আন্দোলনকারী সব আমলাদের নতুন অধ্যাদেশ অনুযায়ী চাকরিচ্যুত করে নতুন নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। একই সঙ্গে এই আন্দোলনে কাদের ইন্ধন রয়েছে, তা জনসম্মুখে আনতে সরকারকে অনুরোধ করেছেন তিনি।

সোমবার(২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোষ্টে এমন দাবি জানান এনসিপির এই নেতা।

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই গতকাল রবিবার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ জারি করেছে অন্তর্বর্তী সরকার।অধ্যাদেশে চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে।

অধ্যাদেশে বলা হয়, অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে তাকে কেন দণ্ড আরোপ করা হবে না, সে বিষয়ে আরো সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে সচিবালয়ে আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
এ ঘটনায় ফেসবুকে এক পোস্টে সরোয়ার তুষার বলেন, ‘সরকারি চাকরি (সংশোধিত) অধ্যাদেশ-২০২৫ বাস্তবায়ন হলে আমলারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। দুর্নীতি ও অন্যান্য অপরাধ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকলে আমলাদের চাকরিচ্যুতির মুখোমুখি হতে হবে, এমন সংস্কার প্রস্তাব করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ কারণে সচিবালয় অচল করে দিয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তারা এই গণবান্ধব সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

যেসব আমলা এই সংশোধনীর বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের এই অধ্যাদেশের মাধ্যমেই বরখাস্ত করে নতুন নিয়োগ দিতে হবে। পাশাপাশি আমলাদের এই আন্দোলনের পেছনে কাদের ইন্ধন আছে, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তা জনসম্মুখে আনতে হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি

সচিবালয়ে আন্দোলনকারীদের নতুন অধ্যাদেশ অনুযায়ী বরখাস্তের দাবি-ৈএনসিপির নেতার

আপডেট সময় ০২:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

সচিবালয়ে আন্দোলনকারী সব আমলাদের নতুন অধ্যাদেশ অনুযায়ী চাকরিচ্যুত করে নতুন নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। একই সঙ্গে এই আন্দোলনে কাদের ইন্ধন রয়েছে, তা জনসম্মুখে আনতে সরকারকে অনুরোধ করেছেন তিনি।

সোমবার(২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোষ্টে এমন দাবি জানান এনসিপির এই নেতা।

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই গতকাল রবিবার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ জারি করেছে অন্তর্বর্তী সরকার।অধ্যাদেশে চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে।

অধ্যাদেশে বলা হয়, অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে তাকে কেন দণ্ড আরোপ করা হবে না, সে বিষয়ে আরো সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে সচিবালয়ে আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
এ ঘটনায় ফেসবুকে এক পোস্টে সরোয়ার তুষার বলেন, ‘সরকারি চাকরি (সংশোধিত) অধ্যাদেশ-২০২৫ বাস্তবায়ন হলে আমলারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। দুর্নীতি ও অন্যান্য অপরাধ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকলে আমলাদের চাকরিচ্যুতির মুখোমুখি হতে হবে, এমন সংস্কার প্রস্তাব করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ কারণে সচিবালয় অচল করে দিয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তারা এই গণবান্ধব সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

যেসব আমলা এই সংশোধনীর বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের এই অধ্যাদেশের মাধ্যমেই বরখাস্ত করে নতুন নিয়োগ দিতে হবে। পাশাপাশি আমলাদের এই আন্দোলনের পেছনে কাদের ইন্ধন আছে, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তা জনসম্মুখে আনতে হবে।’