দেশে ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। মে মাসের প্রথম ২৪ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ২২৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার ৬২৬ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৩৭ লাখ ডলার বা এক হাজার ১৫১ কোটি টাকা।
রবিবার (২৫ মে) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রেমিট্যান্সের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মে মাসের প্রথম ২৪ দিনে দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৬৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২০ কোটি ৫০ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।