ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কবি নজরুল কলেজে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন Logo বাংলাদেশে সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা ভাবছে চীন: আমেরিকা Logo সবাই একসঙ্গে বসায় মনে সাহস পেলাম: প্রধান উপদেষ্টা Logo হাসপাতালে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান Logo মধুপুর শালবনে আবারও শাল গাছ ফেরত আনার ঘোষণা উপদেষ্টা রিজওয়ানার Logo ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান Logo ‘পদত্যাগ করতে ৫ আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা’ Logo ‘স্বৈরাচার সকল ছিদ্র বন্ধ করলেও পতনের ছিদ্র বন্ধ করতে পারে না’ Logo প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক Logo কেরানীগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোস্তফা কামাল ও সদস্যসচিব লিটন

ঢাবি ভিসির হোয়াটসঅ্যাপ হ্যাকড, টাকা দাবি হ্যাকারদের

ছবি: সংগৃহিত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের শিকার হয়েছে। এই ঘটনায় একটি প্রতারক চক্র উপাচার্যের পরিচিতদের কাছে অর্থ চাওয়ার চেষ্টা চালাচ্ছে।

শনিবার (২৪ মে) দুপুরে উপাচার্য অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

তারা জানান, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহায়তায় আপাতত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। তবে অ্যাকাউন্টটি কীভাবে ও কখন হ্যাক হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি প্রশাসনের নজরে আসার পর ডিবি পুলিশের সহায়তায় নম্বরটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

ওই নম্বর থেকে যেসব নম্বরে চ্যাট করা হয়েছে, সেসব নম্বরে শনিবার দুপুরে হ্যাকার ১৫ হাজার টাকা বিকাশ করার জন্য মেসেজ পাঠান। এই মেসেজ পেয়ে অনেকে বিস্মিত হন। পরে জানা যায়, হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাকিংয়ের শিকার।

এ বিষয়ে সাকিব হাসান নামে সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুকে লেখেন, আমার নিউজগুলো আমি ভিসি স্যারের হোয়াটস্যাপে সেন্ড করি ম্যাক্সিমাম সময়। স্যারের হোয়াটস্যাপ অ্যাকাউন্ট সম্ভবত হ্যাক হয়েছে। আমার কাছে ১৫ হাজার টাকা চাচ্ছে।

অন্য এক সাংবাদিককে উপাচার্যের নম্বর থেকে ১৫ হাজার টাকা চেয়ে মেসেজ পাঠানো হয়। মেসেজে বলা হয়, বিকাশে ১৫ হাজার টাকা হবে? আমার আর্জেন্ট লাগবে। এখন পাঠিয়ে দেওয়া যাবে?

এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, উপাচার্য স্যারের দাপ্তরিক ফোন নম্বর হ্যাকড হয়েছে। সেখান থেকে অনেকের কাছে টাকা চেয়ে মেসেজ দেওয়া হয়েছিল। বর্তমানে আমরা ডিবিতে জানিয়ে নম্বরটি বন্ধ রেখেছি। তবে উপাচার্যের ব্যক্তিগত নম্বর নিরাপদ আছে।

ঢাকা ভয়েস২৪/আবিদ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কবি নজরুল কলেজে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ঢাবি ভিসির হোয়াটসঅ্যাপ হ্যাকড, টাকা দাবি হ্যাকারদের

আপডেট সময় ০৬:৪৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের শিকার হয়েছে। এই ঘটনায় একটি প্রতারক চক্র উপাচার্যের পরিচিতদের কাছে অর্থ চাওয়ার চেষ্টা চালাচ্ছে।

শনিবার (২৪ মে) দুপুরে উপাচার্য অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

তারা জানান, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহায়তায় আপাতত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। তবে অ্যাকাউন্টটি কীভাবে ও কখন হ্যাক হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি প্রশাসনের নজরে আসার পর ডিবি পুলিশের সহায়তায় নম্বরটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

ওই নম্বর থেকে যেসব নম্বরে চ্যাট করা হয়েছে, সেসব নম্বরে শনিবার দুপুরে হ্যাকার ১৫ হাজার টাকা বিকাশ করার জন্য মেসেজ পাঠান। এই মেসেজ পেয়ে অনেকে বিস্মিত হন। পরে জানা যায়, হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাকিংয়ের শিকার।

এ বিষয়ে সাকিব হাসান নামে সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুকে লেখেন, আমার নিউজগুলো আমি ভিসি স্যারের হোয়াটস্যাপে সেন্ড করি ম্যাক্সিমাম সময়। স্যারের হোয়াটস্যাপ অ্যাকাউন্ট সম্ভবত হ্যাক হয়েছে। আমার কাছে ১৫ হাজার টাকা চাচ্ছে।

অন্য এক সাংবাদিককে উপাচার্যের নম্বর থেকে ১৫ হাজার টাকা চেয়ে মেসেজ পাঠানো হয়। মেসেজে বলা হয়, বিকাশে ১৫ হাজার টাকা হবে? আমার আর্জেন্ট লাগবে। এখন পাঠিয়ে দেওয়া যাবে?

এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, উপাচার্য স্যারের দাপ্তরিক ফোন নম্বর হ্যাকড হয়েছে। সেখান থেকে অনেকের কাছে টাকা চেয়ে মেসেজ দেওয়া হয়েছিল। বর্তমানে আমরা ডিবিতে জানিয়ে নম্বরটি বন্ধ রেখেছি। তবে উপাচার্যের ব্যক্তিগত নম্বর নিরাপদ আছে।

ঢাকা ভয়েস২৪/আবিদ