ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বাঘকে নিয়ে গর্ব করার প্রচেষ্টা-দিল্লি

বদলি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ডাক পান মোস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। সুযোগ পেয়ে ভারতের রাজধানী পাড়ার ফ্রাঞ্চাইজির হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন বাঁহাতি পেসার। তাই তাকে নিয়ে গর্বিত দিল্লি।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে দিল্লি। ক্যাপশনে লিখেছে, ‘বাঘকে (বাঘের ইমোজি) নিয়ে গর্ব করার প্রচেষ্টা।’

মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল দিল্লির। পাঞ্জাব কিংসের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচটি তাই কেবলমাত্র আনুষ্ঠানিকতা ছিল দিল্লির জন্য। সে ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে ফাফ ডু প্লেসিরা। যদিও তাদের সামনে লক্ষ্যটা ছিল পাহাড়সম- ২০৭ রানের। এরপরও ব্যাটারদের কল্যাণে শেষ হাসি হেসেছে দিল্লি। যেখানে অবদান আছেন মোস্তাফিজের।

স্কোরবোর্ডই বলছে পাঞ্জাবের ব্যাটারদের কাছে অসহায় ছিল দিল্লির বোলাররা। ব্যতিক্রম ছিলেন কেবল মোস্তাফিজ। ৪ ওভারে ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন কাটার মাস্টার। তার থেকে কম ইকোনমি রেটে বল করতে পারেননি দিল্লির আর কোনো বোলার। আইপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩ ওভার বল করে ২৪ রান খরচায় উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ।

দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩০ রানের বিনিময়ে তুলে নেন রোহিত শর্মার উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচে ৪ উইকেট নিয়ে এবারের আসর শেষ করলেন মোস্তাফিজ। তাতেই সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন। এই পেসারের নামের পাশে শোভা পাচ্ছে ৬৫ উইকেট। দুইয়ে নেমে যাওয়া সাকিব আল হাসানের শিকার ৬৩ উইকেট। মোস্তাফিজের চেয়ে ১১ ম্যাচ বেশি খেলেছেন সাকিব- ৭১ ম্যাচ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এখনো মোবাইল রিচার্জে টাকা কাটা হয় পদ্মা সেতুর জন্য

বাঘকে নিয়ে গর্ব করার প্রচেষ্টা-দিল্লি

আপডেট সময় ১২:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

বদলি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ডাক পান মোস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। সুযোগ পেয়ে ভারতের রাজধানী পাড়ার ফ্রাঞ্চাইজির হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন বাঁহাতি পেসার। তাই তাকে নিয়ে গর্বিত দিল্লি।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে দিল্লি। ক্যাপশনে লিখেছে, ‘বাঘকে (বাঘের ইমোজি) নিয়ে গর্ব করার প্রচেষ্টা।’

মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল দিল্লির। পাঞ্জাব কিংসের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচটি তাই কেবলমাত্র আনুষ্ঠানিকতা ছিল দিল্লির জন্য। সে ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে ফাফ ডু প্লেসিরা। যদিও তাদের সামনে লক্ষ্যটা ছিল পাহাড়সম- ২০৭ রানের। এরপরও ব্যাটারদের কল্যাণে শেষ হাসি হেসেছে দিল্লি। যেখানে অবদান আছেন মোস্তাফিজের।

স্কোরবোর্ডই বলছে পাঞ্জাবের ব্যাটারদের কাছে অসহায় ছিল দিল্লির বোলাররা। ব্যতিক্রম ছিলেন কেবল মোস্তাফিজ। ৪ ওভারে ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন কাটার মাস্টার। তার থেকে কম ইকোনমি রেটে বল করতে পারেননি দিল্লির আর কোনো বোলার। আইপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩ ওভার বল করে ২৪ রান খরচায় উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ।

দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩০ রানের বিনিময়ে তুলে নেন রোহিত শর্মার উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচে ৪ উইকেট নিয়ে এবারের আসর শেষ করলেন মোস্তাফিজ। তাতেই সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন। এই পেসারের নামের পাশে শোভা পাচ্ছে ৬৫ উইকেট। দুইয়ে নেমে যাওয়া সাকিব আল হাসানের শিকার ৬৩ উইকেট। মোস্তাফিজের চেয়ে ১১ ম্যাচ বেশি খেলেছেন সাকিব- ৭১ ম্যাচ।