ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নাটোরে জামায়াতের বিক্ষোভ মিছিল Logo ২২৩ আসনে প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস Logo ভোটার হওয়ার বয়সসীমা ১৬ করার পরিকল্পনা যুক্তরাজ্যের Logo যুদ্ধবিধ্বস্ত গাজায় পৌঁছেছে বাংলাদেশিদের মানবিক সহায়তা Logo জুলাই গণহত্যার বিচারের দাবিতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর বিক্ষোভ মিছিল Logo ৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক Logo নতুন বাংলাদেশ তৈরির সুযোগ যেন কোনোভাবে নষ্ট না হয় : মির্জা ফখরুল Logo বিএনপি নেতাকর্মীদের দ্বারা অষ্টম শ্রেণির ছাত্রী গণধ’র্ষ’ণের শিকার Logo জুলাই যোদ্ধাদের উপর হুমকি এলে শিবির বসে থাকবে না: জাহিদুল ইসলাম Logo কুষ্টিয়ায় এনসিপির উপর হামলার প্রতিবাদে জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল

১৯তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা নিয়ে যা বলছে মন্ত্রণালয়

১৯তম শিক্ষক নিবন্ধনে কেবলমাত্র প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে সনদ দেওয়া হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টিকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ‘শিক্ষক নিবন্ধন নীতিমালায় কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। তবে এগুলো খুবই ছোট সংশোধনী। মেজর কোনো পরিবর্তন আনা হচ্ছে না। নিবন্ধনে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এটি ভুল তথ্য। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) মো. হেলালুজ্জামান সরকার বলেন, ‘কারা এ ধরনের তথ্য ছড়িয়েছে সেটি আমার জানা নেই। তবে বিষয়টি সত্য নয়। নিবন্ধনে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের ওপর দক্ষতা যাচাইয়ের মূল পরিমাপক ধরা হয় লিখিতকে। সেখানে লিখিত বাদ দেওয়া হবে কেন?’

আগামীকাল রোববারের সভা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরও জানান, ‘রোববার সকাল ১০টায় আমাদের একটি সভা রয়েছে। সভায় নিবন্ধন নীতিমালার পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে।’

উল্লেখ, ২০০৫ সালের মার্চের আগ পর্যন্ত সংশ্লিষ্ট স্কুল-কলেজগুলো নিজেরাই নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দিত। এরপর এনটিআরসিএ প্রতিষ্ঠা হলে তারা নিবন্ধন সনদ দেওয়া শুরু করে। সংস্থাটি সনদ দিলেও নিয়োগের ক্ষমতা ছিল কমিটির হাতেই। ২০১৫ সাল থেকে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা পায় এনটিআরসিএ। এখন পর্যন্ত ১৮টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করেছে সংস্থাটি।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নাটোরে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৯তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা নিয়ে যা বলছে মন্ত্রণালয়

আপডেট সময় ১০:১৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

১৯তম শিক্ষক নিবন্ধনে কেবলমাত্র প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে সনদ দেওয়া হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টিকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ‘শিক্ষক নিবন্ধন নীতিমালায় কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। তবে এগুলো খুবই ছোট সংশোধনী। মেজর কোনো পরিবর্তন আনা হচ্ছে না। নিবন্ধনে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এটি ভুল তথ্য। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) মো. হেলালুজ্জামান সরকার বলেন, ‘কারা এ ধরনের তথ্য ছড়িয়েছে সেটি আমার জানা নেই। তবে বিষয়টি সত্য নয়। নিবন্ধনে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের ওপর দক্ষতা যাচাইয়ের মূল পরিমাপক ধরা হয় লিখিতকে। সেখানে লিখিত বাদ দেওয়া হবে কেন?’

আগামীকাল রোববারের সভা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরও জানান, ‘রোববার সকাল ১০টায় আমাদের একটি সভা রয়েছে। সভায় নিবন্ধন নীতিমালার পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে।’

উল্লেখ, ২০০৫ সালের মার্চের আগ পর্যন্ত সংশ্লিষ্ট স্কুল-কলেজগুলো নিজেরাই নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দিত। এরপর এনটিআরসিএ প্রতিষ্ঠা হলে তারা নিবন্ধন সনদ দেওয়া শুরু করে। সংস্থাটি সনদ দিলেও নিয়োগের ক্ষমতা ছিল কমিটির হাতেই। ২০১৫ সাল থেকে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা পায় এনটিআরসিএ। এখন পর্যন্ত ১৮টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করেছে সংস্থাটি।