ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াতে আমিরের রোগমুক্তি কামনায় কুমারখালীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুলছে আগামীকাল Logo নওগাঁর বদলগাছীতে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo মৌলভীবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, বাস ভাঙচুর Logo মৌলভীবাজারে বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই, গ্রেফতার ২ Logo আমরা যে চূড়ান্ত পরিবর্তন চেয়েছিলাম, তা সম্ভব হয়নি: আসিফ মাহমুদ Logo ‘আমরা ধীরে ধীরে মারা যাচ্ছি’ গাজার হাজারো মানুষের আর্তনাদ Logo জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন করবে সরকার: প্রেস উইং Logo জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে: নাহিদ ইসলাম Logo ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্যবসায়ীর কাছে ফোনে চাঁদা দাবি, সিমের মালিক আটক

কুষ্টিয়ার কুমারখালীতে এক কাঠ ব্যবসায়ীর কাছে ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং ২৪ ঘণ্টার মধ্যে চাঁদা না দিলে তাকে গুলি করে হত্যারও হুমকি দেওয়ার ঘটনায় এক বাংলালিংক সিমের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া সিমের মালিকের নাম মো.আসাদুর রহমান আসাদ (২৪)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা স্কুলপাড়ার ইখতার হোসেনের ছেলে। পেশায় রাজমিস্ত্রি। গত শুক্রবার রাতে প্রযুক্তির সাহায্যে সিমের মালিককে সনাক্ত করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছিল পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও এতমামপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে আশরাফুল আলমের মুঠোফোনে ০১৯৫৯-৭৬৫৩৭৫ নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি কল দেয়। ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ লাখ টাকা না দিলে আশরাফুলের জন্য ৬টি বুলেট বরাদ্দ রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়। এর আগে গত ২০ মে একই নম্বর থেকে কল করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তাকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন আশরাফুল। অভিযোগোর ভিত্তিতে তথ্য ও প্রযুক্তির সাহায্যে আসাদকে গত শুক্রবার রাতে আটক করে পুলিশ। তবে যে নাম্বার থেকে আশরাফুলকে হুমকি দেয়া হয় ওই সিম কার্ড উদ্ধার করা যায়নি। ওই সিমটি গ্রেফতারকৃত আসাদুর রহমান আসাদের নামে উত্তোলন করা। এনআইডি সূত্র ধরে পুলিশ তাকে আটক করে।

ভুক্তভোগী ব্যবসায়ী শনিবার সকালে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। পুলিশ আটককৃত আসামিকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

আশরাফুল আলম বলেন, অজ্ঞাত ব্যক্তি বারবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দিচ্ছিল। থানায় বিচারের আশায় মামলা করেছি। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক আসাদের স্বজনদের দাবি, প্রায় নয় মাস আগে সিমকার্ডটি হারিয়ে গেছে। তবে সে সময় থানায় কোন জিডি করা হয়নি। বা সিমটি আর তোলা হয়নি।

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, তথ্য ও প্রযুক্তির সাহায্যে সিমের মালিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক যাচাই বাছাইয়ে ঘটনার আংশিক সত্যতা পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জামায়াতে আমিরের রোগমুক্তি কামনায় কুমারখালীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্যবসায়ীর কাছে ফোনে চাঁদা দাবি, সিমের মালিক আটক

আপডেট সময় ১১:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীতে এক কাঠ ব্যবসায়ীর কাছে ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং ২৪ ঘণ্টার মধ্যে চাঁদা না দিলে তাকে গুলি করে হত্যারও হুমকি দেওয়ার ঘটনায় এক বাংলালিংক সিমের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া সিমের মালিকের নাম মো.আসাদুর রহমান আসাদ (২৪)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা স্কুলপাড়ার ইখতার হোসেনের ছেলে। পেশায় রাজমিস্ত্রি। গত শুক্রবার রাতে প্রযুক্তির সাহায্যে সিমের মালিককে সনাক্ত করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছিল পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও এতমামপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে আশরাফুল আলমের মুঠোফোনে ০১৯৫৯-৭৬৫৩৭৫ নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি কল দেয়। ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ লাখ টাকা না দিলে আশরাফুলের জন্য ৬টি বুলেট বরাদ্দ রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়। এর আগে গত ২০ মে একই নম্বর থেকে কল করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তাকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন আশরাফুল। অভিযোগোর ভিত্তিতে তথ্য ও প্রযুক্তির সাহায্যে আসাদকে গত শুক্রবার রাতে আটক করে পুলিশ। তবে যে নাম্বার থেকে আশরাফুলকে হুমকি দেয়া হয় ওই সিম কার্ড উদ্ধার করা যায়নি। ওই সিমটি গ্রেফতারকৃত আসাদুর রহমান আসাদের নামে উত্তোলন করা। এনআইডি সূত্র ধরে পুলিশ তাকে আটক করে।

ভুক্তভোগী ব্যবসায়ী শনিবার সকালে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। পুলিশ আটককৃত আসামিকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

আশরাফুল আলম বলেন, অজ্ঞাত ব্যক্তি বারবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দিচ্ছিল। থানায় বিচারের আশায় মামলা করেছি। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক আসাদের স্বজনদের দাবি, প্রায় নয় মাস আগে সিমকার্ডটি হারিয়ে গেছে। তবে সে সময় থানায় কোন জিডি করা হয়নি। বা সিমটি আর তোলা হয়নি।

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, তথ্য ও প্রযুক্তির সাহায্যে সিমের মালিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক যাচাই বাছাইয়ে ঘটনার আংশিক সত্যতা পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।