ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির Logo সিভাসুতে বিচারহীনতার প্রতিবাদে মুখে লাল কাপড় পেঁচিয়ে অবস্থান কর্মসূচি Logo ‘প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে’ Logo ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন প্রত্যয় Logo ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত Logo সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে: আমীর খসরু Logo এদেশের মানুষ চাঁদাবাজদের সাথে আর জোট দেখতে চায় না-অধ্যক্ষ মোস্তফা কামাল Logo আগামীর শাসকদের হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ মাহমুদ Logo ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সিইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা Logo বিএনপির আয়োজনে ৫ আগস্ট বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে

আজ নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১১ প্রকল্প

আজ নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১১ প্রকল্প

দীর্ঘ ১৯ বছর পর আজ রবিবার নরসিংদীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ ও পরিবেশবান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানাসহ মোট ১১টি প্রকল্পের উদ্বোধন করবেন সরকারপ্রধান। এরপর ঘোড়াশালে একটি সুধী সমাবেশে অংশ নেবে তিনি। পরে বিকেলে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ও জনসভাকে কেন্দ্র করে ব্যাপক নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর প্রায় ৮ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জনসমাবেশ বিকেলে অনুষ্ঠিত হলেও সকাল ৭টা থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাবেশস্থলে আসছেন। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

দলীয় প্রধানকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার, ফেস্টুন ও তোরণে নির্মাণ করেছে দলীয় নেতাকর্মীসহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী প্রথমে পলাশে বেলা ১১টায় আমন্ত্রিত অতিথিরা আগমন ও আসন গ্রহণ করবেন। বেলা ১২টায় প্রধানমন্ত্রী পলাশে যাবেন ও সারকারখানা পরিদর্শন করবেন। ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানা উদ্বোধন করবেন ও মোনাজাতে অংশ নেবেন।

সাড়ে ১২টায় আসন গ্রহণ করে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানা উদ্বোধন উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করবেন। এরপর কারখানার ওপর নির্মিতব্য তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

পরে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বেলা ২টায় নরসিংদী সার্কিট হাউজে মধ্যহ্নভোজ শেষে বিকেল ৩ টায় জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি। বিকেল পাঁচটায় জনসভা শেষ করে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির

আজ নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১১ প্রকল্প

আপডেট সময় ১২:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

দীর্ঘ ১৯ বছর পর আজ রবিবার নরসিংদীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ ও পরিবেশবান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানাসহ মোট ১১টি প্রকল্পের উদ্বোধন করবেন সরকারপ্রধান। এরপর ঘোড়াশালে একটি সুধী সমাবেশে অংশ নেবে তিনি। পরে বিকেলে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ও জনসভাকে কেন্দ্র করে ব্যাপক নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর প্রায় ৮ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জনসমাবেশ বিকেলে অনুষ্ঠিত হলেও সকাল ৭টা থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাবেশস্থলে আসছেন। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

দলীয় প্রধানকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার, ফেস্টুন ও তোরণে নির্মাণ করেছে দলীয় নেতাকর্মীসহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী প্রথমে পলাশে বেলা ১১টায় আমন্ত্রিত অতিথিরা আগমন ও আসন গ্রহণ করবেন। বেলা ১২টায় প্রধানমন্ত্রী পলাশে যাবেন ও সারকারখানা পরিদর্শন করবেন। ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানা উদ্বোধন করবেন ও মোনাজাতে অংশ নেবেন।

সাড়ে ১২টায় আসন গ্রহণ করে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানা উদ্বোধন উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করবেন। এরপর কারখানার ওপর নির্মিতব্য তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

পরে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বেলা ২টায় নরসিংদী সার্কিট হাউজে মধ্যহ্নভোজ শেষে বিকেল ৩ টায় জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি। বিকেল পাঁচটায় জনসভা শেষ করে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।