ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার বাইডেন-জিনপিং বৈঠক যুক্তরাষ্ট্রে

বুধবার বাইডেন-জিনপিং বৈঠক যুক্তরাষ্ট্রে

এক বছর পর দেখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। আগামী বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তাদের বৈঠক হবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। আধিপত্যের দ্বন্দ্বে সম্পর্কের অবনতি, সেই সঙ্গে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সহায়তায় বেইজিংয়ের প্রতি ওয়াশিংটনের নানা অভিযোগের পর মুখোমুখি হচ্ছেন পরাশক্তিধর দেশের দুই নেতা।

বৈঠকে আলোচনা হবে অর্থনীতি, বাণিজ্য, তাইওয়ান ও চীনের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়ে। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই প্রেসিডেন্টের সানফ্রান্সিসকোর উপসাগরীয় এলাকায় বৈঠক হবে। এতে ইসরায়েল-হামাস যুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জিনপিং আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। তিনি সানফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। পাশাপাশি তিনি সাইডলাইনের বৈঠক হিসেবে বাইডেনের সঙ্গে বৈঠক করবেন।

ইন্দোনেশিয়ার বালিতে গত বছরের নভেম্বরে জি২০ সম্মেলনে বৈঠক হয়েছিল এ দুই নেতার। এরপর আর তাদের দেখা হয়নি। এদিকে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং চীনের উপপ্রধানমন্ত্রী হে লাইফং গত বৃহস্পতিবার সানফ্রান্সিসকোতে বৈঠক করেছেন। এ সময় তারা দুই দেশের মধ্যে একটি সুস্থ বাণিজ্যিক সম্পর্ক বজার রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

জনপ্রিয় সংবাদ

থানার ভেতরে পুলিশের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

বুধবার বাইডেন-জিনপিং বৈঠক যুক্তরাষ্ট্রে

আপডেট সময় ১১:২৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

এক বছর পর দেখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। আগামী বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তাদের বৈঠক হবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। আধিপত্যের দ্বন্দ্বে সম্পর্কের অবনতি, সেই সঙ্গে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সহায়তায় বেইজিংয়ের প্রতি ওয়াশিংটনের নানা অভিযোগের পর মুখোমুখি হচ্ছেন পরাশক্তিধর দেশের দুই নেতা।

বৈঠকে আলোচনা হবে অর্থনীতি, বাণিজ্য, তাইওয়ান ও চীনের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়ে। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই প্রেসিডেন্টের সানফ্রান্সিসকোর উপসাগরীয় এলাকায় বৈঠক হবে। এতে ইসরায়েল-হামাস যুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জিনপিং আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। তিনি সানফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। পাশাপাশি তিনি সাইডলাইনের বৈঠক হিসেবে বাইডেনের সঙ্গে বৈঠক করবেন।

ইন্দোনেশিয়ার বালিতে গত বছরের নভেম্বরে জি২০ সম্মেলনে বৈঠক হয়েছিল এ দুই নেতার। এরপর আর তাদের দেখা হয়নি। এদিকে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং চীনের উপপ্রধানমন্ত্রী হে লাইফং গত বৃহস্পতিবার সানফ্রান্সিসকোতে বৈঠক করেছেন। এ সময় তারা দুই দেশের মধ্যে একটি সুস্থ বাণিজ্যিক সম্পর্ক বজার রাখার ওপর গুরুত্বারোপ করেন।