হেফাজতে ইসলামের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, ৫ মে শাপলা গণহত্যা, জুলাইসহ সকল গণ্যহত্যার বিচার, হেফাজতের নেতা-কর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের এন.এস.রোডের বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করে পাঁচ রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাব তৈরি করা হয়েছে, সেখানে অত্যান্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই ধরনের বিতর্কিত, ইসলামবিদ্বেষী, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী, কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, ন্যাক্কারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাব দেওয়ার কারণে এই কমিশন বাতিলের দাবিও জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে।
আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি মুফতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মাওঃ শামসুল হক, মাওঃ আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল লতিফ খান প্রমুখ।
এ সময় সমাবেশের বক্তারা ৫ মে শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যা সহ সকল গণহত্যার বিচার, হেফাজত ইসলামের নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে গণহত্যা বন্ধের দাবিও জানানো হয়।
উক্ত কর্মসূচিতে বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে শত শত ছাত্র ও তৌহিদী জনতা অংশগ্রহণ করে।