রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট এলাকায় সক্রিয় কিশোর গ্যাং ‘মুন্না গ্যাং’ এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজের ভিত্তিতে নিশ্চিত হওয়ার পর, গত ২১ তারিখ বুধবার রাতে পরিচালিত বিশেষ অভিযানে গ্যাং লিডার মুন্নাসহ মোট ছয়জন সদস্যকে গ্রেফতার করা হয়।
জানাযায়, এই গ্যাংটি অস্ত্র মহড়া, ছিনতাই, মাদক ব্যাবসা এবং সাধারণ জনগণের ওপর নির্যাতনের সাথে জড়িত ছিল। তাদের কার্যকলাপের প্রমাণ হিসেবে বিভিন্ন ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে তাদের সশস্ত্র অবস্থার পাশাপাশি নির্যাতনের দৃশ্যও রয়েছে। এরপর মুন্না ও বাকি সদস্যদের বাসায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী হলো, ২টি সামুরাই,২টি চাপাতি, ৬ টি বিভিন্ন সাইজের ছুরি,৪টি চাক্কি-স্টিক (নির্যাতনের জন্য ব্যবহৃত), ১টি চেইন স্টিক (নির্যাতনের জন্য ব্যবহৃত), ৪টি মোবাইল ফোন।
গ্রেফতারকৃতদের কামরাঙ্গীচর থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত ভিডিও ফুটেজ আইনি কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।
এই অভিযান অপরাধ ও সন্ত্রাস দমনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যেকোনো অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানায় অভিযানে নেতৃত্ব দেয়া সেনা কর্মকর্তা।