মুন্সীগঞ্জে আগুন পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালো বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শুক্রবার ( ১৬ মে ) রাত ৩ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যায় ৭০ টি দোকান এবং প্রচুর মালামাল ক্ষয় ক্ষতি হয়। পরবর্তীতে ফজরের পরে আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস।
শ্রীনগরের অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাজার পরিদর্শন করেন মুন্সিগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক ফখরুদ্দিন রাজী সাহেব তখন তিনি ব্যবসায়ীদের সহায়তা করার আশ্বাস দেন এবং বলে বাংলাদেশ জামায়াতে ইসলামি সব সময় আপনাদের পাশে আছে।
আজ ২২ই মে রোজ বৃহস্পতিবার শ্রীনগর বাজারে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ভাইদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন জেলা আমীর আ.জ.ম রুহুল কুদ্দুস এবং জেলা সেক্রেটারি এ কে এম ফখরুদ্দীন রাজী (মুন্সিগঞ্জ-১ জামায়াত মনোনীত এমপি প্রার্থী)।