ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত

উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকার ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৯ তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, এবং জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের পুনর্বাসন সংক্রান্ত অধ্যাদেশ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

এছাড়া বাংলাদেশ-নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সব অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের আগে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে ভেটিং করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন প্রক্রিয়ায় সার্বিক সমন্বয় করবে।

‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এর মাধ্যমে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তা, পুনর্বাসন এবং কল্যাণমূলক সুবিধা প্রদানের বিধান করা হবে বলে জানা গেছে।

সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে বিলুপ্ত ১৯৭৯ সালের বিশেষ আইনের বিধান যুক্ত সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর মাধ্যমে দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীকে তদন্ত ছাড়াই আট দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে-এমন বিধান রয়েছে। এখন এটি রাষ্ট্রপতির অনুমতির পর অধ্যাদেশ আকারে প্রকাশ করবে সরকার।

জনপ্রিয় সংবাদ

উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগের দাবিতে উত্তাল মুরাদনগর

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত

আপডেট সময় ০৯:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকার ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৯ তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, এবং জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের পুনর্বাসন সংক্রান্ত অধ্যাদেশ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

এছাড়া বাংলাদেশ-নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সব অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের আগে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে ভেটিং করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন প্রক্রিয়ায় সার্বিক সমন্বয় করবে।

‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এর মাধ্যমে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তা, পুনর্বাসন এবং কল্যাণমূলক সুবিধা প্রদানের বিধান করা হবে বলে জানা গেছে।

সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে বিলুপ্ত ১৯৭৯ সালের বিশেষ আইনের বিধান যুক্ত সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর মাধ্যমে দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীকে তদন্ত ছাড়াই আট দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে-এমন বিধান রয়েছে। এখন এটি রাষ্ট্রপতির অনুমতির পর অধ্যাদেশ আকারে প্রকাশ করবে সরকার।