বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পাথরঘাটা উপজেলা ও পাথরঘাটা পৌরসভার ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে। তবে এই কমিটি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও উত্তেজনা।
কমিটিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ছাত্রলীগের জনশক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে — এমন অভিযোগ তুলেছেন ছাত্রদলের আগের কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় থেকেও প্রকৃত ত্যাগী নেতাকর্মীরা পদবঞ্চিত হয়েছেন, আর প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ঠাঁই দেওয়া হয়েছে নতুন কমিটিতে।
গতকাল বিকেলে কমিটির ঘোষণার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে পাথরঘাটা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের প্রাণকেন্দ্রে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এই সময় বিক্ষোভকারীরা ‘ছাত্রলীগের কমিটি মানি না, মানবো না’ স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলমান ছিল।
দলীয় নেতৃবৃন্দের দাবি, এই বিতর্কিত কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন না করা হলে আন্দোলন আরও তীব্র হবে।