গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে (২১ মে বুধবার) বিকালে বাড়ি ফেরার পথে উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের ৬ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃতরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। গ্রেফতার হওয়া চেয়ারম্যানরা হলেন— কঞ্চিপাড়া ইউনিয়নের সোহেল রানা সালু, উড়িয়া ইউনিয়নের কামাল পাশা, গজারিয়া ইউনিয়নের খোরশেদ আলী খান, ফুলছড়ি ইউনিয়নের আজহারুল হান্নান, ফজলুপুর ইউনিয়নের আনসার আলী এবং এরেন্ডাবাড়ি ইউনিয়নের আব্দুল মান্নান আকন্দ।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃত চেয়ারম্যানদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে এবং তাদের গ্রেপ্তারে জন্য আগে থেকে পুলিশ মাঠে কাজ করছিল।
তিনি আরও জানান, আটকের পরপরই তাদের গাইবান্ধা সদর থানায় আনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের আদালতে সোপর্দ করা হবে।