ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ছাত্রশিবিরকে নিয়ে দৈনিক ইনকিলাবের মিথ্যাচারপূর্ণ সংবাদের নিন্দা প্রকাশ Logo রাকসু নির্বাচন জরিপে শীর্ষ তিন পদেই এগিয়ে ছাত্রশিবির Logo চাকসুতে শীর্ষ ৩পদে এগিয়ে ছাত্রশিবির: সোচ্চারের জরীপ Logo দীর্ঘ অপেক্ষার অবসান, রাত পেরোলেই চাকসু নির্বাচন Logo শাজাহানপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ১২ নেতাকর্মী Logo মাদাগাস্কারের রাষ্ট্রক্ষমতা দখল করলো সেনাবাহিনী Logo রাজধানীতে দুই দিনব্যাপী ফ্র্যাগরেন্স এক্সিবিশন শুরু শুক্রবার Logo ছন্দে থাকা ব্রাজিলকে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষা ঘুচালো জাপান Logo শিক্ষকদের আন্দোলনে জামায়াত, ইসলামী আন্দোলন সহ যেসব দল-সংগঠনের একাত্মতা প্রকাশ Logo মিরপুরে প্রিন্টিং কারখানায়ি ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৬

ইংল্যান্ডের টেমসসাইডের প্রথম বাংলাদেশি নারী মেয়র শিবলী

ইংল্যান্ডের টেমসসাইডের প্রথম বাংলাদেশি নারী মেয়র শিবলী

ইংল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের স্থানীয় কাউন্সিলের মেয়র হওয়ার বিষয়টি নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন আরও এক বাংলাদেশি। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ইংল্যান্ডের টেমসসাইড কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর শিবলী আলম।

স্থানীয় সংবাদমাধ্যম ম্যানচেস্টার ইভিনিং নিউজের খবরে বলা হয়েছে, ইংল্যান্ডের টেমসসাইডে প্রথম বাংলাদেশি নারী মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাউন্সিলর শিবলী আলম। স্থানীয় সময় মঙ্গলবার (২০ মে) ডুকিনফিল্ড টাউন হলে এক অনুষ্ঠানে তাকে ৫০ তম নাগরিক মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ করানো হয়।

শিবলী আলম শুধু টেমসসাইড নয়, উত্তর ইংল্যান্ডের যেকোনো কর্তৃপক্ষের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী মেয়র। বিদায়ী মেয়র কাউন্সিলর বেটি অ্যাফ্লেকের কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘আগামী বছরের জন্য টেমসসাইডের নাগরিক মেয়র হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং গভীরভাবে সম্মানিত।’

তিনি আরও বলেন, ‘আমার বন্ধু ও সহকর্মী কাউন্সিলর বেটি অ্যাফ্লেককে তার দুর্দান্ত কাজের জন্য আমি শ্রদ্ধা জানাই। তিনি যে উচ্চ মান স্থাপন করেছেন, তা পূরণ করতে আমি যথাসাধ্য চেষ্টা করব।’ কাউন্সিলর শিবলী আলম জানান, আগামী বছরটি খুব ব্যস্ত হলেও তিনি এর চ্যালেঞ্জ নিতে উন্মুখ। তিনি বলেন, ‘আমি আমাদের চমৎকার স্কুল, স্বেচ্ছাসেবক এবং কমিউনিটি গ্রুপসহ যত বেশি সম্ভব মানুষের সঙ্গে দেখা করতে চাই।’

বর্তমানে বরোর ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন কাউন্সিলর শিবলী আলম। আট বছর বয়সে তিনি যুক্তরাজ্যে যান এবং পরে টেমসসাইডে নিজের আবাস গড়ে তোলেন।

জনপ্রিয় সংবাদ

ছাত্রশিবিরকে নিয়ে দৈনিক ইনকিলাবের মিথ্যাচারপূর্ণ সংবাদের নিন্দা প্রকাশ

ইংল্যান্ডের টেমসসাইডের প্রথম বাংলাদেশি নারী মেয়র শিবলী

আপডেট সময় ০৩:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

ইংল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের স্থানীয় কাউন্সিলের মেয়র হওয়ার বিষয়টি নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন আরও এক বাংলাদেশি। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ইংল্যান্ডের টেমসসাইড কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর শিবলী আলম।

স্থানীয় সংবাদমাধ্যম ম্যানচেস্টার ইভিনিং নিউজের খবরে বলা হয়েছে, ইংল্যান্ডের টেমসসাইডে প্রথম বাংলাদেশি নারী মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাউন্সিলর শিবলী আলম। স্থানীয় সময় মঙ্গলবার (২০ মে) ডুকিনফিল্ড টাউন হলে এক অনুষ্ঠানে তাকে ৫০ তম নাগরিক মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ করানো হয়।

শিবলী আলম শুধু টেমসসাইড নয়, উত্তর ইংল্যান্ডের যেকোনো কর্তৃপক্ষের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী মেয়র। বিদায়ী মেয়র কাউন্সিলর বেটি অ্যাফ্লেকের কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘আগামী বছরের জন্য টেমসসাইডের নাগরিক মেয়র হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং গভীরভাবে সম্মানিত।’

তিনি আরও বলেন, ‘আমার বন্ধু ও সহকর্মী কাউন্সিলর বেটি অ্যাফ্লেককে তার দুর্দান্ত কাজের জন্য আমি শ্রদ্ধা জানাই। তিনি যে উচ্চ মান স্থাপন করেছেন, তা পূরণ করতে আমি যথাসাধ্য চেষ্টা করব।’ কাউন্সিলর শিবলী আলম জানান, আগামী বছরটি খুব ব্যস্ত হলেও তিনি এর চ্যালেঞ্জ নিতে উন্মুখ। তিনি বলেন, ‘আমি আমাদের চমৎকার স্কুল, স্বেচ্ছাসেবক এবং কমিউনিটি গ্রুপসহ যত বেশি সম্ভব মানুষের সঙ্গে দেখা করতে চাই।’

বর্তমানে বরোর ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন কাউন্সিলর শিবলী আলম। আট বছর বয়সে তিনি যুক্তরাজ্যে যান এবং পরে টেমসসাইডে নিজের আবাস গড়ে তোলেন।