ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জবিতে সাইকেল চুরির সময় যুবক আটক Logo ইশরাককে শপথ না পড়ানোর রিটের আদেশ বৃহস্পতিবার Logo মালয়েশিয়ায় প্রবাসীদের হয়রানির ঘটনায় জামায়াতের উদ্বেগ Logo ইংল্যান্ডের টেমসসাইডের প্রথম বাংলাদেশি নারী মেয়র শিবলী Logo বেফাঁস মন্তব্যের জেরে পদত্যাগে বাধ্য হলেন জাপানের কৃষিমন্ত্রী Logo করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা Logo ইসি পুনর্গঠনে নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ Logo ববির নবনিযুক্ত রেজিস্ট্রার মুহসিন উদ্দীন Logo দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি Logo ধানমন্ডি থানায় কেন গেলেন হান্নান মাসউদ,জানতে এনসিপির কারণ দর্শানোর নোটিশ

মোবাইলে কথা বলার সময় পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নাজমুল হাসান (৩৩) উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল হাসান ও তার কয়েকজন বন্ধু মিলে উপজেলা সদরের কলেজপাড়া এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় যায়। সেখানে গিয়ে তার সাথের বন্ধুরা মিলে লুডু খেলছিল। এ সময় নাজমুল হাসান মোবাইল ফোনে কথা বলছিল। এরই এক ফাঁকে নাজমুল হাসান ওই ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। তার পড়ে যাওয়ার শব্দ শুনে লুডু খেলায় থাকা তার বন্ধুরা দৌড়ে এসে দেখে নাজমুল হাসান ভবনের নিচে পড়ে আছে। এ সময় তারা নিচে নেমে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থাকা তার বন্ধু শাহ মোহাম্মদ তানজিন বলেন, নাজমুল হাসানসহ আমরা কয়েকজন বন্ধু মিলে কলেজপাড়া এলাকার একটি নির্মাণাধীন সাততলা ভবনের পাঁচ তলায় যাই। সেখানে আমরা কয়েকজন মিলে লুডু খেলছিলাম। নাজমুল এ সময় তার মুঠোফোনে কথা বলছিল। এরই এক ফাঁকে সে পাঁচতলা থেকে নিচে পড়ে যায়। পরে তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ছাদ থেকে পড়ে নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। শুনেছি সে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জনপ্রিয় সংবাদ

জবিতে সাইকেল চুরির সময় যুবক আটক

মোবাইলে কথা বলার সময় পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ১০:১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নাজমুল হাসান (৩৩) উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল হাসান ও তার কয়েকজন বন্ধু মিলে উপজেলা সদরের কলেজপাড়া এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় যায়। সেখানে গিয়ে তার সাথের বন্ধুরা মিলে লুডু খেলছিল। এ সময় নাজমুল হাসান মোবাইল ফোনে কথা বলছিল। এরই এক ফাঁকে নাজমুল হাসান ওই ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। তার পড়ে যাওয়ার শব্দ শুনে লুডু খেলায় থাকা তার বন্ধুরা দৌড়ে এসে দেখে নাজমুল হাসান ভবনের নিচে পড়ে আছে। এ সময় তারা নিচে নেমে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থাকা তার বন্ধু শাহ মোহাম্মদ তানজিন বলেন, নাজমুল হাসানসহ আমরা কয়েকজন বন্ধু মিলে কলেজপাড়া এলাকার একটি নির্মাণাধীন সাততলা ভবনের পাঁচ তলায় যাই। সেখানে আমরা কয়েকজন মিলে লুডু খেলছিলাম। নাজমুল এ সময় তার মুঠোফোনে কথা বলছিল। এরই এক ফাঁকে সে পাঁচতলা থেকে নিচে পড়ে যায়। পরে তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ছাদ থেকে পড়ে নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। শুনেছি সে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।